অরুণাচলের কিশোরকে ‘খুঁজে’ পেয়েছে চিন, অনুসরণ করা হচ্ছে যথাযথ প্রক্রিয়া
অরুণাচলপ্রদেশ থেকে নিখোঁজ হয়েছিলেন ভারতীয় কিশোরক। সেই কিশোরকেই চিনা সেনা খুঁজে পেয়েছে বলে ভারতীয় সেনাকে জানিয়েছে বেজিং। অভিযোগ উঠেছিল, ১৭ বছর বয়সী মিরাম তারোনকে নাকি চিনা সেনা ভারতীয় ভূখণ্ড থেকে তুলে নিয়ে গিয়েছিল। এরপর থেকেই এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছিল দেশে। ভারতীয় সেনা চিনের সঙ্গে হটলাইন স্থাপন করেছিল। চিনের তরফে অবশ্য কিশোরকে অপহরণ করার বিষয়টি অস্বীকার করা হয়েছিল। আর এবার চিনা সেনা নাকি ভারতকে জানিয়েছে যে অরুণাচলের এক কিশোরকে চিনা সেনা খুঁজে পেয়েছে।
সেনার জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল হর্ষবর্ধন পাণ্ডে এদিন তেজপুরে বলেন, ‘চিনা সেনাবাহিনী আমাদের জানিয়েছে যে তারা অরুণাচলপ্রদেশের থেকে এক নিখোঁজ ছেলেকে খুঁজে পেয়েছে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।’
এর আগে চিনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে যোগাযোগ করে ভারতীয় সেনা সেই কিশোরকে খুঁজে দিতে বলেছিল। ভারতীয় সেনার তরফে বলা হয়েছিল, ভেষজ উদ্ভিদ সংগ্রহ করতে গিয়ে পথ হারিয়ে ফেলে সেই কিশোর। যদিও কংগ্রেস অভিযোগ করে, সেই কিশোরকে অপহরণ করে চিন। কংগ্রেস অভিযোগ করেছিল, ভারতের এলাকা থেকেই ওই কিশোরকে অপহরণ করা হয়েছে৷
জানা গিয়েছে, যেদিন মিরাম নিখোঁজ হয়, সেদিন তার সঙ্গে আরও একজন ছিল। জনি ইয়াইং নামক সেই কিশোর দাবি করেছিলেন যে তাদের দুই জনকেই চিনা সেনা আটক করেছিল। জনি কোনও ভাবে পালিয়ে আসতে সক্ষম হয়, তবে নিরাম আসতে পারেনি।