এফবিআই-এর ট্রেনিং একাডেমি থেকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছিল ৩৪ মহিলাকে। ক্ষুব্ধ হয়ে সরাসরি তাঁরা মামলা ঠুকেছিলেন আদালতে। আদালত এবার মামলা নিষ্পত্তির জন্য কড়া নির্দেশ দিয়েছে আমেরিকার ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (এফবিআই) । সেই নির্দেশ মতো ওই বহিষ্কৃত মহিলাদের ২২.৬ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২.৩ কোটি টাকা দেবে এফবিআই। কীভাবে বিশ্বের অন্যতম সেরা সংস্থার মধ্যেও লিঙ্গবৈষম্য লুকিয়ে আছে ছত্রে ছত্রে, এই ঘটনায় তারই প্রকাশ। একই সঙ্গে আদৌ এফবিআই-তে কাজ করা মহিলাদের পক্ষে নিরাপদ কিনা, উঠছে সেই প্রশ্ন।
আরও পড়ুন: (OLA cab: অ্যাপ ক্যাবে মহিলাকে যৌন নির্যাতন চালকের, ওলাকে ৫ লাখের জরিমানা আদালতের)
এই বিশেষ মীমাংসার অনুমোদন দেবে ওয়াশিংটনের একজন ফেডারেল বিচারক। বিচার বিভাগের অংশ, এফবিআই প্রায়শই মহিলা প্রশিক্ষণার্থীদের প্রোগ্রাম থেকে বের করে দেয় বলে অভিযোগ উঠেছে আগেও। সব কিছু ঠিকঠাক থাকলে অবশেষে এতদিনের মামলারই নিষ্পত্তি হবে।
কারণ, প্রস্তাবিত নিষ্পত্তি অনুযায়ী, মহিলারা যে শুধুমাত্র টাকাই পাবেন, তা কিন্তু নয়। বরং যোগ্য মহিলাদের প্রশিক্ষণ প্রোগ্রামে পুনরায় যোগদানের জন্য আবেদন করার সুযোগও নেমে আসবে। উপরন্তু, যাঁরা ট্রেনিং নিচ্ছেন, তাঁদের মূল্যায়ন প্রক্রিয়া ন্যায্য কিনা তা নিশ্চিত করার জন্য, এফবিআই-কেই বাইরের বিশেষজ্ঞদের নিয়োগ করতে হবে। রয়টার্স-এর প্ৰতিবেদন অনুসারে এমনটাই জানা গিয়েছে।
যৌন হয়রানির মুখেও পড়তে হয়েছে
উল্লেখ্য, এই মামলার সঙ্গে জড়িত মহিলারা বলেছেন যে ট্রেনিং একাডেমি থেকে স্নাতক হওয়ার জন্য তাঁদের অযোগ্য বলে দাবি করা হয়েছে। অথচ একাডেমিক হোক, কিংবা শারীরিক সুস্থতা, এমনকি আগ্নেয়াস্ত্রের পরীক্ষায়ও, বেশিরভাগ পুরুষদের থেকে ভালো পারফর্ম করেছেন তাঁরাই। কেউ কেউ আবার যৌন হয়রানি এবং যৌনতা সম্পর্কিত রসিকতার সম্মুখীন হয়েছেন বলেও অভিযোগ করেছেন। কিছুক্ষেত্রে ট্রেনাররা স্তনের দিকে নজর করে কথা বলত। কোনও কোনও ক্ষেত্রে মহিলাদের হাসতে বলা হত বেশি করে, কাউকে আবার জন্মনিয়ন্ত্রণ পিল নিয়ে কটাক্ষ করা হত।
আরও পড়ুন: (Air Asia-Air India Express Merger: এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে জুড়ে গেল এয়ার এশিয়া, সবুজ সংকেত দিল DGCA)
এফবিআই, যদিও এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি বলেই খবর। তবে, মার্কিন সংস্থাটি একটি বিবৃতিতে এটা বলেছে যে এজেন্ট ট্রেনিংয়ে, লিঙ্গ সমতার দিকটি উন্নত করার জন্য এফবিআই গত পাঁচ বছরে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে।