লোকসভা ভোটের ফল প্রকাশের পরই বাজেট নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। ভোটের ফল আশানুরূপ না হওয়ায় কি জনমোহিনী পথ ধরবে মোদী সরকার, না কি ছুটতে থাকবে অর্থনৈতিক সংস্কারের ঘোড়া? তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে। এরই মধ্যে সাউথ ব্লক থেকে খবর আসছে। বাজেটে দেশবাসীকে একাধিক উপহার দিতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এমনকী কপাল ভালো থাকলে কমতে পারে আয়করও।
আরও পড়ুন - রাত ৩টে ২০-তে শিয়ালদার ১৩ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছল ‘অভিশপ্ত’ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
পড়তে থাকুন - 'মানুষকে ট্রেন ছেড়ে সাইকেল নিতে হয়…'কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা, তোপ মমতার
জুলাইয়ের দ্বিতীয়ার্ধে কেন্দ্রীয় বাজেট পেশ হতে পারে বলে সূত্রের খবর। আর বাজেটে মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে একাধিক সুবিধা দিতে পারে নরেন্দ্র মোদী সরকার। সূত্রের খবর, আয়করে ছাড় দেওয়ার ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাবছে কেন্দ্র। কেন্দ্রের মতে, আয়করে ছাড় দিলে যে টাকা মানুষের হাতে থাকবে তা বিভিন্ন পণ্য ও পরিষেবা কিনে খরচ করবে তারা। যার জেরে দেশের GDP আরও বৃদ্ধি পাবে।
অর্থ মন্ত্রকের এক আধিকারিকের সূত্রে নেটওয়ার্ক এইট্টিনের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, আয়করের সীমা ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হতে পারে। তবে এই ব্যবস্থার সুবিধা পেতে পারেন শুধুমাত্র নিউ ট্যাক্স রিজ়ম অনুসরণকারীরা। ২০২০ সালে নিউ ট্যাক্স রিজ়ম চালু করেছিল মোদী সরকার। তাতে কিছু ছাড় দেওয়া হলেও সঞ্চয় ও বিমা সংক্রান্ত সুবিধা পাওয়া যায় না। সেই কর কাঠামোকে আরও জনপ্রিয় করতে আয়করের উর্ধ্বসীমা বাড়ানো হতে পারে বলে সূত্রের খবর।
আরও পড়ুন - 'মৃত্যুর মুখে! ছিটকে পড়লাম, ট্রেনে চাপতে ভয় লাগছে,' HT Bangla-তে জানালেন কাঞ্চনজঙ্ঘার যাত্রী
তবে করকাঠামোয় ছাড়ের কারণ পুরোটাই অর্থনৈতিক বলে মানতে নারাজ রাজনৈতিক মহলের একাংশ। তাদের দাবি, চলতি বছরের শেষে মহারাষ্ট্রসহ দেশের ৪ রাজ্যে বিধানসভা ভোট। লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরে বিধানসভা ভোট বিজেপির কাছে প্রেসটিফ ফাইট। ফলে শুধু আয়করে ছাড় নয়, আরও কিছু জনমোহিনী পদক্ষেপ থাকতে পারে কেন্দ্রীয় বাজেটে।