বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘The Kerala Story’ Cases in SC: বাংলার পর কি অন্য রাজ্যে নিষিদ্ধ হবে 'দ্য কেরালা স্টোরি'? জোড়া মামলা SC-তে

‘The Kerala Story’ Cases in SC: বাংলার পর কি অন্য রাজ্যে নিষিদ্ধ হবে 'দ্য কেরালা স্টোরি'? জোড়া মামলা SC-তে

দ্য কেরালা স্টোরি নিয়ে জোড়া মামলা সুপ্রিম কোর্টে। (Sreeram DK)

দ্য কেরালা স্টোরি নিয়ে জোড়া মামলা সুপ্রিম কোর্টে। দ্য কেরালা স্টোরির মুক্তির বিরুদ্ধে কেরল হাই কোর্টে মামলা করা হয়েছিল। তবে তা খারিজ করেছিল উচ্চ আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে এই সিনেমা নিষিদ্ধ করার বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে।

পশ্চিমবঙ্গে বাতিল হয়েছে 'দ্য কেরালা স্টোরি'। এদিকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যে এই সিনেমাকে কর মুক্ত ঘোষণা করা হয়েছে। এরই মাঝে এই সিনেমা সংক্রান্ত দু'টি মামলা গড়াল সুপ্রিম কোর্টে। এর আগে এই সিনেমাটির মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করলে কেরল হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীরা। তবে সিনেমা মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করতে রাজি হয়নি উচ্চ আদালত। হাই কোর্টের সেই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। সেই মামলা গ্রহণ করেছে শীর্ষ আদালত। আগামী ১৫ মে সেই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।

এদিকে পশ্চিমবঙ্গে 'দ্য কেরালা স্টোরি'কে নিষিদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে তামিলনাড়ুতেও থিয়েটার ওনার্স অ্যাসোশিয়েশনের তরফে সব হল থেকে সরানো হয়েছে এই সিনেমা। এই আবহে সিনেমার নির্মাতারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁরা পশ্চিমবঙ্গে এই সিনেমার ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার আবেদন করেছেন। পাশাপাশি শীর্ষ আদালতের কাছে তাঁদের আবেদন, তামিলনাড়ুতে সিনেমা হলে 'দ্য কেরালা স্টোরি' দেখানো হলে যাতে রাজ্য সরকার পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে।

এদিকে 'দ্য কেরালা স্টোরি'র দলের এক সদস্যকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিচালক সুদীপ্ত সেন পুলিশের কাছে অভিযোগ করেছেন যে তাঁদের দলের এক সদস্যকে হুমকি ভরা মেসেজ পাঠানো হয়েছে। বলা হয়েছে তাঁরা যেন বাড়ি থেকে একা না বেরোন। প্রসঙ্গত, এই ছবি নিয়ে প্রথম থেকেই নানা বিতর্ক তৈরি হয়ে আসছে। কেরলে এই সিনেমা নিষিদ্ধ করার জন্য বাম সরকারের কাছে আবেদন করেছিল সেই রাজ্যের কংগ্রেস নেতৃত্ব। তবে কেরলের সরকার সিনেমা নিষিদ্ধ ঘোষণা করেনি। তবে গতকল পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে মমতা নির্দেশ দেন, রাজ্যের কোনও সিনেমা হলে দেখানো যাবে না 'দ্য কেরালা স্টোরি'। এরপরই এই ছবির প্রযোজক বিপুল শাহ মামলা করবেন বলে জানিয়ে দিয়েছিলেন। সেই মতো শীর্ষ আদালতে গেলেন সিনেমার নির্মাতারা।

বন্ধ করুন