গতবছর 'দ্য কাশ্মীর ফাইলস' সিনেমাটি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছিল দেশে। আর এবছর 'দ্য কেরালা স্টোরি' সিনেমা নিয়ে সেই একই রকম পরিস্থিতি তৈরি হতে শুরু করেছে। কংগ্রেস-সিপিএম এই সিনেমার বিরোধিতায় সরব হয়েছে। অপরদিকে বিজেপি এই সিনেমার প্রশংসা করছে। জেপি নড্ডা নিজে সিনেমা হলে গিয়ে 'দ্য কেরালা স্টোরি' দেখে এসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় শোনা গিয়েছে এই সিনেমার উল্লেখ। আর এবার এই সিনেমা দেখতে বলে তরুণীদের 'আর্জি জানিয়ে' মার খেলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রাজস্থানে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক নাবালককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, 'দ্য কেরালা স্টোরি' দেখে সেই সিনেমা নিয়ে 'রিভিউ' পোস্ট করেছিলেন এক যুবক। তিনি বিশ্ব হিন্দু পরিষদের সদস্য বলে জানা গিয়েছে। অভিযোগ, হোয়াটসঅ্যাপ স্টোরিতে 'দ্য কেরালা স্টোরি' সিনেমার প্রশংসা করায় তাঁকে মারধর করে তিনজন। সেই তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোদ দায়ের করেন আক্রান্ত ভিএইচপি নেতা। তাঁর অভিযোগের ভিত্তিতে এক নাবালককে আটক করেছে পুলিশ। অবশ্য বাকি দুই অভিযুক্ত এখন পলাতক।
ঘটনা প্রসঙ্গে এসিপি দেরওয়ার সিং বলেন, 'আক্রান্ত যুবক পুলিশের কাছে দাবি করেছেন যে শনিবার রাতে তিনি বাড়ি ফিরছিলেন। তখন তিনজন তাঁকে মাঝরাস্তায় আটকায়। তাঁর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দ্য কেরালা স্টোরির সিনেমার প্রশংসা করায় তাঁকে হেনস্থা করা হয়। তিনি অভিযোগ করেন, তিনজন যুবক নাকি তাঁকে বলেন যে তাঁদের সম্প্রদায়কে অপমান করেছেন তিনি।' এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত চালাচ্ছে বলে জানান এসিপি।
উল্লেখ্য, পরিচালক সুদীপ্ত সেন এবং প্রযোজক বিপুল অমৃতলাল শাহের 'দ্য কেরালা স্টোরি' নিয়ে মুক্তির আগে থেকেই বিতর্ক ছিল। সিনেমার টিজারে দাবি করা হয়েছিল কেরলের ৩২ হাজার তরুণীকে ধর্মান্তরিত করা হয়েছে এবং আইএস তাদের জোর করে সন্ত্রাসবাদী কার্যকলাপে নিয়োগ করেছে। কংগ্রেস এবং সিপিএম একযোগে এই সিনেমার বিরোধিতায় সরব হয়েছে। তবে এরই মাঝে বিজেপি নেতারা এই সিনেমার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।