বাংলা নিউজ > ঘরে বাইরে > বাংলার সাংসদদের সঙ্গে মোদীর বৈঠক স্থগিত, ঘোষণা হল নতুন দিন

বাংলার সাংসদদের সঙ্গে মোদীর বৈঠক স্থগিত, ঘোষণা হল নতুন দিন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি (ছবি এএনআই) (HT_PRINT)

বাংলার অশান্তি, হিংসার প্রসঙ্গ উঠতে পারে মোদীর সঙ্গে আলোচনায়, এমনটাও মনে করা হচ্ছে।

বাংলার বিজেপি সাংসদদের নিজের বাসভবনে ডেকে পাঠিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বুধবার তাঁদের মোদীর সঙ্গে প্রাতরাশের কথা ছিল। তবে সেই বৈঠক আপাতত স্থগিত করা হচ্ছে। এবার বুধবারের জায়গায় বৃহস্পতিবার ৩১শে মার্চ মোদীর সঙ্গে দেখা করতে পারবেন বাংলার সাংসদরা। সংবাদ সংস্থা সূত্রে খবর এমনটাই। তবে কী কারণে দিন বদল করা হচ্ছে তা নিয়ে কিছু জানা যায়নি।

এদিকে বিজেপির ১৭জন সাংসদের সঙ্গে মোদীর কী আলোচনা হতে পারে তা নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে। এসবের মধ্যে বাংলায় ঘটে গিয়েছে বাগটুইয়ের মতো ভয়াবহ হত্যাকাণ্ড। যা নিয়ে মুখ খুলেছিলেন খোদ নরেন্দ্র মোদীও। অন্যদিকে সোমবার বিধানসভার অন্দরেও এনিয়ে তুলকালাম হয়। তৃণমূল ও বিজেপি উভয়েরই বিধায়করা জখম হয়েছিলেন বলে দাবি করা হচ্ছে। সেক্ষেত্রে এবার কি মোদীর সঙ্গে আলোচনায় সেই প্রসঙ্গও উঠতে পারে? সেক্ষেত্রে কি বার্তা দিতে পারেন মোদী সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। এদিকে বগটুইকাণ্ড নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন বাংলার সাংসদরা। সেক্ষেত্রে বাংলার অশান্তি, হিংসার প্রসঙ্গ উঠতে পারে মোদীর সঙ্গে আলোচনায়, এমনটাও মনে করা হচ্ছে।

 

বন্ধ করুন