মণিপুরের পরবর্তী মুখ্য়মন্ত্রী হিসাবে এন বীরেন সিংয়ের নামেই সীলমোহর দিল বিজেপি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এনিয়ে নিশ্চিত করেছেন। এদিকে মণিপুরের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে গত কয়েকদিন ধরেই নানা জল্পনা ছড়িয়েছিল। তিনটি নাম উঠে আসছিল আলোচনায়। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ও কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু মণিপুরে গিয়ে রবিবার বিধায়কদের সঙ্গে আলোচনায় বসেন। এরপরই এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে টিএইচ বিশ্বজিৎ ও ওয়াই খেমচাঁদের নামও মুখ্যমন্ত্রীর দৌড়ে ছিল। কিন্তু শেষ পর্যন্ত এন বীরেন সিংকেই পরবর্তী মুখ্য়মন্ত্রী হিসাবে বাছা হল।
তিনি পাঁচবারের বিধায়ক। দলের প্রতি অত্যন্ত বিশ্বস্ত। এদিকে সম্প্রতি তিনি দিল্লিতে এসে অমিত শাহ সহ দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও দেখা করে গিয়েছিলেন। তিনি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন। মুখ্যমন্ত্রীর পদ নিয়ে তিনি বলেছিলেন, দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। এদিকে মণিপুরের রাজনীতিতে বিজেপির বিশ্বস্ত সৈনিক হিসাবেই পরিচিত এন বীরেন সিং। দলের শৃঙ্খলা মেনে চলার কথা বার বার বলেন তিনি। সেই বীরেন সিংয়ের উপরেই ভরসা রাখল দল। এদিন নির্মলা সীতারমণ, কিরণ রিজিজু সহ অন্যান্য়রা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।