শুক্রবার হরিয়ানা পুলিশ এক মহিলাকে গ্রেফতার করেছে। তার সঙ্গেই এক স্বর্ণকারকেও গ্রেফতার করেছে পুলিশ। আসলে ওই মহিলার বিরুদ্ধে সোনার অলঙ্কার চুরির অভিযোগ। পুলিশ সূত্রে খবর, গুরুগ্রাম থেকে দেড় কোটি টাকার একটি সোনার নেকলেশ তিনি চুরি করে বলে অভিযোগ। আর সেই সোনার নেকলেশ এক স্বর্ণকারের কাছে তিনি ৪০ হাজার টাকায় বিক্রি করে দেন। পুলিশ গ্রেফতার করেছে দুজনকেই।
সুনীতা নামে ওই মহিলা গুরুগ্রামের একটি বাড়িতে পরিচারিকা হিসাবে কাজ করতেন। বহুদিন ধরে ওই বাড়িতে কাজ করায় পরিবারের লোকজনও তাকে বিশ্বাস করে ফেলেছিলেন। সেই সুযোগে গত সপ্তাহে কোনওভাবে একটি নেকলেশকে সরিয়ে ফেলেছিলেন সুনীতা। অভিযোগ এমনটাই।
এরপরই বাড়ির মালকিন সুনীতার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশ গিয়ে সুনীতাকে আটক করে। জেরার সময় সুনীতা পুলিশকে জানান তিনি নেকলেশটি এক স্বর্ণকারকে বিক্রি করে দিয়েছেন। পরে সেই স্বর্ণকারের কাছেও যায় পুলিশ। দীপক নামে ওই স্বর্ণকারের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এরপর পুলিশ তার বাড়ি থেকে নেকলেশটি বাজেয়াপ্ত করে।
সুনীতাই পুলিশের কাছে স্বীকার করেছে সে ওই হারটি ৪০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছিল। পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত চলছে।