বাংলা নিউজ > ঘরে বাইরে > মানুষকে ‘জম্বি’ করে দিচ্ছে নতুন ড্রাগ! ঠিক কী হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে?

মানুষকে ‘জম্বি’ করে দিচ্ছে নতুন ড্রাগ! ঠিক কী হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে?

ফাইল ছবি: টুইটার, রয়টার্স (Twitter, Reuters)

তবে সবচেয়ে ভয়ের বিষয় হল, এই ড্রাগের প্রভাবে ব্যবহারকারীর ত্বকে হঠাত্ করেই ক্ষতের সৃষ্টি হতে পারে। সারা শরীর জুড়ে এই ক্ষত দ্রুত ছড়িয়ে পড়তে পারে। প্রথমে সামান্য ঘা দিয়ে শুরু হয়। সময়ে চিকিৎসা না করালে পরিস্থিতি অঙ্গ বিচ্ছেদের দিকেও যেতে পারে।

গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। তাতে পথচারীদের অদ্ভুত আচরণ করতে দেখা গিয়েছিল। অনেকটা যেন হলিউড সিনেমার জম্বিদের মতো আচরণ করছিলেন ওই ব্যক্তিরা। নিজেদের শরীরের উপর সমস্ত নিয়ন্ত্রণই হারিয়ে ফেলেছিলেন। অনেকেই বলেছিলেন, এটি কোনও ড্রাগের নেশার প্রভাব। সেই কারণেই এমন আচরণ করছেন ওই ব্যক্তিরা।

জাইলাজিন(Xylazine) বা 'ট্রানক'

এই বিশেষ ড্রাগই এর জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। এর মারাত্মক প্রভাব রয়েছে। এই ড্রাগসের নেশায় মানুষ লাগাতার ঘুম, শ্বাসযন্ত্রের দুর্বলতা হতে শুরু করে। ঝিমুনি ভাব এসে যায় এবং মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মাদকাসক্ত ব্যক্তি। আরও পড়ুন: নববর্ষের আগে বড়সড় সাফল্য পুলিশের, শিলিগুড়িতে উদ্ধার ১.১ কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার!

সবচেয়ে ভয়ের বিষয় হল, এই ড্রাগের প্রভাবে অনেকটা যেন জম্বির মতো আচরণ করতে শুরু করেন ব্যক্তিরা। রাস্তার মধ্যে দাঁড়িয়েই ঝিমোতে থাকেন তাঁরা। এই সংক্রান্ত বেশ কিছু ভিডিয়ো রয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তবে সবচেয়ে ভয়ের বিষয় হল, এই ড্রাগের প্রভাবে ব্যবহারকারীর ত্বকে হঠাত্ করেই ক্ষতের সৃষ্টি হতে পারে। সারা শরীর জুড়ে এই ক্ষত দ্রুত ছড়িয়ে পড়তে পারে। প্রথমে সামান্য ঘা দিয়ে শুরু হয়। কিন্তু তারপর সেই অংশটি শুকিয়ে কাঠের মতো শক্ত হয়ে যায়। সময়ে চিকিৎসা না করালে পরিস্থিতি অঙ্গ বিচ্ছেদের দিকেও যেতে পারে।

প্রথম প্রথম হেরোইন ব্যবহার কমাতে এই নন-অপিওড ড্রাগ ব্যবহার করা হয়েছিল। পরে এই ড্রাগ থেকেই ফেন্টানাইল আসে অন্ধকার জগতের বাজারে। এই ভয়ানক ড্রাগ অল্প গ্রহণ করলেই মাদকাসক্ত ব্যক্তি চলে যান অন্য কোনও জগতে। দীর্ঘ সময়ের জন্য বাস্তব ভুলে এক কল্পনার জগতে বিচরণ করতে থাকেন। আর এর সামান্য ওভারডোজ হলে চলে যান চিরঘুমের দেশে।

আরও কয়েকটি জম্বি ড্রাগের কথা উঠে এসেছে মার্কিন সংবাদমাধ্যমের শিরোনামে। ২০১৪ সালের সেপ্টেম্বরে প্রথম এক নতুন জম্বি ড্রাগের কথা জানা যায়। নাম ‘ফ্লাক্কা’। ফ্লোরিডায় বহু মাদকাসক্তের জম্বির মতো অস্বাভাবিক আচরণের বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এই ড্রাগের প্রভাবে হঠাত্ উত্তেজনা, ঝিমুনি, ক্রোধ, আক্রমণের চেষ্টা, মাংসপেশীর অনিয়ন্ত্রিত সঞ্চালনের মতো প্রভাব দেখা দেয়।

'জম্বি ড্রাগ'-এর সবচেয়ে বড় সমস্যা হল, এটি ওভারডোজ করলে নেশার থেকে বেরিয়ে আসা খুবই কঠিন। মৃত্যু অনিবার্য। নালক্সোন, বা নারকান ওভারডোজ রিভার্সাল ট্রিটমেন্টে কোনও কাজই হয় না। আর সেই কারণেই আরও বেশি ভাবাচ্ছে এই জাইলাজিন। আরও পড়ুন: মাদক-কাণ্ডে অভিযুক্ত, সঞ্জয় থেকে ভারতী এই ৬ বলিউড তারকা NCB-র জেরার মুখোমুখি হন

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন