মাঝে আকাশে ঘটল বিপত্তি। বিমান উড়ান শুরু করার কিছু সময় পরেই আচমকা মৃত্যু হল চালকের। যার ফলে জরুরি অবতরণ করে বিমানটি। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেল থেকে তুরস্কের ইস্তাম্বুলগামী একটি বিমানে। জানা গিয়েছে, বিমান চালানোর সময় আচমকা অজ্ঞান হয়ে পড়েন চালক। তৎপরতার সঙ্গে বিমানের মধ্যে তাঁর জরুরি চিকিৎসা করা হয়। কিন্তু, তা সত্ত্বেও বাঁচানো সম্ভব হয়নি চালককে। ফলে বিমানটি নিউইয়র্কে জরুরি অবতরণ করে।
আরও পড়ুন: ফ্লাইট নিয়ে উড়ে যাওয়ার আগেই মৃত্যু ইন্ডিগোর পাইলটের, ঢলে পড়লেন চেয়ারেই
জানা গিয়েছে, টার্কিশ এয়ারলাইন্সের এয়ারবাস এ৩৫০ বিমানটি মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সমুদ্রবন্দর শহর সিয়াটেল থেকে উড়ান শুরু করে এবং তুরস্কের ইস্তাম্বুলের দিকে যাচ্ছিল। এয়ারলাইনের মুখপাত্র ইয়াহিয়া উসতুন জানিয়েছেন। এর কিছুক্ষণ পরেই চালক ইলচেহিন পেহলিভান অসুস্থ হয়ে পড়েন। উড়ানের সময় পাইলট অজ্ঞান হয়ে পড়েন এবং তাঁর জরুরি চিকিৎসা করা হয়। কিন্তু, তার পরেও অবস্থার উন্নতি না হওয়ায় বিমানটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন সহকারী পাইলট। তখন নিউইয়র্কে বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। তবে বিমানটি অবতরণের আগেই চালক মারা যান। মুখপাত্র জানান, ‘আমাদের ফ্লাইট নিউইয়র্কে জরুরি অবতরণ করে। যাত্রীদের অন্য বিমানে করে পৌঁছে দেওয়া হয়।’
জানা গিয়েছে, ৫৯ বছর বয়সি পাইলট ২০০৭ সাল থেকে টার্কিশ এয়ারলাইন্সে কাজ করেছিলেন। গত মার্চ মাসে বেসামরিক বিমান চলাচলের জেনারেল ডিরেক্টরেট অনুমোদিত অ্যাভিয়েশন মেডিক্যাল সেন্টারে একটি রুটিন মেডিক্যাল পরীক্ষা করেছেন। তাতে তিনি শারীরিকভাবে সক্ষম ছিলেন। রিপোর্টে স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যা ধরা পড়েনি। মুখপাত্র পাইলটের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেছেন, ‘টার্কিশ এয়ারলাইন্স পরিবার হিসাবে, আমরা আমাদের ক্যাপ্টেনের প্রতি ঈশ্বরের করুণা এবং তার সমস্ত সহকর্মী এবং প্রিয়জনদের, বিশেষ করে তার শোকাহত পরিবারের জন্য ধৈর্য কামনা করি।’
উল্লেখ্য, পেহলিভানের মৃত্যু টার্কিশ এয়ারলাইন্সের প্রথম এই ধরনের ঘটনা হলেও সাম্প্রতিক বছরগুলিতে বেশ কয়েকটি একই ধরনের ঘটনা ঘটেছে।২০২২ সালে মাঝ আকাশে মৃত্যু হয়েছিল দুই বিমান চালকের। মার্কিন যুক্তরাষ্ট্রে, এনভয় এয়ারের করা একজন পাইলট ওহাইওগামী বিমানে মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং পরে মারা যান।এদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় সিটিলিঙ্ক ইন্দোনেশিয়ার জন্য কর্মরত একজন পাইলটও একইভাবে মাঝ আকাশে মারা গিয়েছিলেন।