বাংলা নিউজ > ঘরে বাইরে > Russian Army: চুক্তি এখনও বহাল, ঝুলে গেল রাশিয়ার সেনাবাহিনী থেকে ভারতীয়দের মুক্তি প্রক্রিয়া

Russian Army: চুক্তি এখনও বহাল, ঝুলে গেল রাশিয়ার সেনাবাহিনী থেকে ভারতীয়দের মুক্তি প্রক্রিয়া

চুক্তি এখনও বহাল, ঝুলে গেল রাশিয়ার সেনাবাহিনী থেকে ভারতীয়দের মুক্তি প্রক্রিয়া (File Photo)

রেজাউল এইচ লস্কর

রুশ সেনাবাহিনীতে কর্মরত প্রায় ৭০ জন ভারতীয়র মুক্তি আটকে দেওয়া হয়েছে, কারণ মস্কোর কর্তৃপক্ষ এখনও সামরিক পরিষেবার জন্য তাদের চুক্তি বাতিল করেনি, বিষয়টির সঙ্গে পরিচিত ব্যক্তিরা শনিবার জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধে ফ্রন্টলাইনে থাকা কমপক্ষে ৯ জন ভারতীয়র মৃত্যুর পরে রাশিয়ার সামরিক ইউনিটগুলিতে সহায়তা কর্মী হিসাবে কর্মরত ভারতীয় নাগরিকদের মুক্তি এবং প্রত্যাবর্তন একটি ইস্যু হয়ে উঠেছে। গত জুলাইয়ে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ওই বৈঠকের পর থেকে নয়াদিল্লি ও মস্কোর কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিষয়টি উত্থাপন করা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রে জানা গেছে। রুশ সেনাবাহিনী থেকে প্রায় ৭০ জন ভারতীয়কে মুক্তি দেওয়া আটকে দেওয়া হয়েছে তার মূল কারণ হল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক তাদের চুক্তি বাতিলের জন্য এখনও কোনও পদক্ষেপ নেয়নি।

‘রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে চুক্তি বাতিল করার জন্য একটি ডিক্রি জারি করতে হবে এবং এটি এখনও ঘটেনি,’ উপরে উদ্ধৃত ব্যক্তিদের মধ্যে একজন বলেছেন। দ্বিতীয় আরেকজন বলেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিলম্বের কারণ অন্যান্য দেশের নাগরিকদের স্বাক্ষরিত চুক্তির উপর এ জাতীয় চুক্তি বাতিলের প্রভাব সম্পর্কে আশঙ্কা থাকতে পারে।

সাম্প্রতিক সপ্তাহগুলিতে সরকারের দেওয়া তথ্য অনুসারে, মোট ৯১ জন ভারতীয়কে রাশিয়ান সেনাবাহিনীতে নিয়োগ করা হয়েছিল এবং তাদের মধ্যে ১৫ জনকে মুক্তি দেওয়া হয়েছে এবং ভারতে ফেরত পাঠানো হয়েছে। ৬৮ জন ভারতীয় বর্তমানে রুশ সেনাবাহিনীর কাছ থেকে মুক্তির অপেক্ষায় রয়েছেন। 

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৯ অগস্ট লোকসভায় বক্তব্য রাখার সময় চুক্তির সমস্যার দিকে ইঙ্গিত করেছিলেন। রুশ কর্তৃপক্ষের দাবি, এই ভারতীয় নাগরিকরা রুশ সেনাবাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। 

জয়শঙ্কর বলেন, ভারতীয় পক্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করেছে এবং মোদী পুতিনের কাছ থেকে আশ্বাস পেয়েছেন যে রাশিয়ান সেনাবাহিনীতে চাকরি করা যে কোনও ভারতীয় নাগরিককে মুক্তি দেওয়া হবে।

সংসদে জয়শঙ্করের বিবৃতির একদিন পরে, নয়াদিল্লির রাশিয়ান দূতাবাস বলেছে যে এই বছরের এপ্রিল মাসে রাশিয়ার সশস্ত্র বাহিনীতে ভারতীয় নাগরিকদের নিয়োগ বন্ধ করা হয়েছে এবং কর্তৃপক্ষ ‘স্বেচ্ছায় সামরিক পরিষেবার জন্য চুক্তিবদ্ধ ভারতীয়দের’ দ্রুত অব্যাহতি দেওয়ার জন্য কাজ করছে।

দূতাবাস নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে এবং বলেছে যে সমস্ত চুক্তিগত বাধ্যবাধকতা এবং ক্ষতিপূরণ প্রদান ‘সম্পূর্ণ পরিমাপে পূরণ করা হবে’।

ভারতীয় পক্ষ আরও বলেছে যে রাশিয়ান সামরিক বাহিনীতে নিয়োগ করা অনেক ভারতীয়কে অসাধু নিয়োগ এজেন্টদের দ্বারা ‘বিভ্রান্ত’ বা প্রতারিত করা হয়েছিল। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) ভারতীয়দের নিয়োগে জড়িত থাকার অভিযোগে ১৯ জন ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

পরবর্তী খবর

Latest News

কবে কোথায় হবে জয়নগরের নির্যাতিতার দেহের ময়নাতদন্ত, স্পষ্ট জানাল হাইকোর্ট ‘ছোটতে মেয়ের মতো সাজাতেন মা,বড় হয়ে শরীরটা পাল্টে গেলেও মননে থেকেই গেল…ভাগ্যিস..’ থানার মধ্যেই সিভিকের ‘শ্লীলতাহানি’ পুলিশের SI-র, সিপিকে চিঠি, 'আগেও মদ খেয়ে…' মমতার ভাইকে সরানো হল হকি বেঙ্গলের সভাপতির পদ থেকে, বাবুনের পদে এবার সুজিত দুর্গাপুজোয় শহরের রাজপথে নামছে ১০ হাজার বাড়তি পুলিশ, থাকছে ২০০টি পিকেট এশিয়া কাপ পরের বার ভারতে, তারপরে কোথায় কোথায় হবে কোন ফর্ম্যাটে, জানুন বিস্তারিত ‘অনশনে ডাক্তারদের ওজন বাড়বে না, চকলেট খাবে…’, মমতাকে খোঁচা প্রখ্যাত চিকিৎসকের? মেয়ের সুবিচারের দাবিতে পুজোর ৪ দিন ধরনায় বসতে চলেছেন RG করের নির্যাতিতার বাবা মা কোরানেই রয়েছে শান্তি ফেরানোর চাবিকাঠি, সকলকেই মুসলমান হতে হবে: জাকির নায়েক ‘বিয়ে দিয়ে দেবে নাকি?’ বাড়িতে দুম করে হাজির অতিথি! চিন্তায় পড়ে গেলেন শ্রাবন্তী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.