বাংলা নিউজ > ঘরে বাইরে > রেমালে রক্ষা অল্পের জন্যই, কেন বারে-বারে পূর্ব উপকূলে আছড়ে পড়ছে দৈত্যাকার সাইক্লোন?

রেমালে রক্ষা অল্পের জন্যই, কেন বারে-বারে পূর্ব উপকূলে আছড়ে পড়ছে দৈত্যাকার সাইক্লোন?

ঘূর্ণিঝড় মোখার জেরে দমকা হাওয়া ঘণ্টায় ২১৫ কিমি ছুঁতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অফিস। এই গতি ২২০ কিমি ছুঁলেই ‘সুপার সাইক্লোন’ আখ্যা পেত মোখা। উল্লেখ্য, ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ ৮৮ থেকে ১১৭ হলে সেটিকে বলা হয় প্রবল ঘূর্ণিঝড়। বাতাস যদি ১১৭ থেকে ২২০ কিলোমিটার বেগে বয়ে যায়, তবে তা হয়ে ওঠে অতি প্রবল ঘূর্ণিঝড়। আর ২২০ কিমির বেশি বেগে বাতাস বয়ে গেলে তাকে সুপার সাইক্লোন বলা হয়।  

আগে যেখানে বড় মাপের এই সাইক্লোনগুলি কয়েক বছর অন্তর আঘাত হানত উপকূলে, সেখানে এখন প্রতি বছর মে মাসের ২০-২৫ তারিখ নাগাদ সিভিয়র সাইক্লোনগুলি উপকূলে আছড়ে পড়ছে। বিজ্ঞানীরা বলছেন, সমুদ্র জলতল বৃদ্ধির ফলে আগামী ৩০-৪০ বছরেও সুন্দরবনের বহু দ্বীপ ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সাগরের জলের উষ্ণতা বাড়ছে, মেরু অঞ্চলে গলছে হিমবাহ, আর জলভাগের এই সার্বিক অবক্ষয়-উষ্ণতা বৃদ্ধির ফলে প্রভাব পড়ছে আবহাওয়া-জলবায়ুতের ঘটনাগুলিতেও। প্রশ্ন উঠছে, ঘন ঘন কেন সংগঠিত হচ্ছে এতো ঘূর্ণিঝড়? আমরা সাম্প্রতিককালে একের পর এক ঘূর্ণিঝড় প্রত্যক্ষ করলাম। আমফান, ইয়াস, বুলবুল, রেমাল একের পর এক সাইক্লোন বঙ্গোপসাগর থেকে উৎপন্ন হয়ে আছড়ে পড়েছে ওড়িশা, বাংলা ও বাংলাদেশের বিস্তীর্ণ উপকূলভাগ জুড়ে। আবহাওয়াবিদরা জানান, বিশ্বের উষ্ণতা বৃদ্ধি এবং এল নিনো’র নিরপেক্ষতার কারণে সাগরের পরিবেশগুলোও অতিরিক্ত উত্তপ্ত হয়ে উঠছে। যেমন- ভারত মহাসাগরও স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা এক-দুই ডিগ্রি বেশি উষ্ণ হয়ে উঠেছে।এসব কারণে ঝড়গুলো এখন ঘন ঘন আঘাত হানছে উপকূলগুলোতে।

আগে যেখানে বড় মাপের এই সাইক্লোনগুলি কয়েক বছর অন্তর আঘাত হানত উপকূলে, সেখানে এখন প্রতি বছর মে মাসের ২০-২৫ তারিখ নাগাদ সিভিয়র সাইক্লোনগুলি উপকূলে আছড়ে পড়ছে। যতদিন বঙ্গোপসাগর, ভারত মহাসাগরের জলের তাপমাত্রা না কমে, ততদিন নিস্তার নেই উপকূলের রাজ্যগুলির। অন্যদিকে কিছু বিশেজ্ঞরা মনে করছেন, মূলত বঙ্গোপসাগরের ত্রিভুজ আকৃতি এবং ভৌগলিক অবস্থানের কারণেই সামুদ্রিক ঘূর্ণিঝড়ের সবচেয়ে বড় শিকারে পরিণত হয়ে আসছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ-ওড়িশা। আবহাওয়াবিদদের মতে, সামুদ্রিক জলোচ্ছাস সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে অবতল আকৃতির অগভীর উপসাগরে। মৌসুমী ঘূর্ণিঝড়ের তীব্র বাতাস যখন এরকম জায়গায় সাগরের জলকে ঠেলতে থাকে, তখন সাগরের ফুঁসে উঠা জলরাশি চোঙা বরাবর ছুটতে থাকে।

'ওয়েদার আন্ডারগ্রাউন্ড' নামের একটি ওয়েবসাইটে বিশ্বের ৩৫টি সবচাইতে ভয়ঙ্কর মৌসুমী ঘূর্ণিঝড়ের তালিকা রয়েছে। জানা গেছে, এই তালিকার ২৬টি ঘূর্ণিঝড়ই তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এই ঘূর্ণিঝড়েই বারেবারে বিপর্যস্ত হয় ভারত-বাংলাদেশ। এবছর রেমাল ঘূর্ণিঝড়টি ১২০-১৪০ কিমি বেগে উপকূলে আছড়ে পড়লেও কোটাল কিংবা পূর্ণিমা, অমাবস্যার সময় না হওয়ায় তুলনায় শান্ত ছিল নদী-সাগরের জল। ফলে অল্পের মধ্যেই এবারের দুর্যোগ কেটেছে, তবে আগামীতে সার্বিকভাবে জলবায়ু সংকট রোখা না গেলে আরও ঝড়ে-ঝাপটায় বিপন্ন হলে বদ্বীপ উপকূল অঞ্চল। বিজ্ঞানীরা বলছেন, সমুদ্র জলতল বৃদ্ধির ফলে আগামী ৩০-৪০ বছরেও সুন্দরবনের বহু দ্বীপ ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেবল বাঁধ দিয়ে রক্ষা করা যাবে না দুই বাংলার জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চলটি।

পরবর্তী খবর

Latest News

ওড়িশার থেকেও কমে গেল বাংলার মাথাপিছু আয়! ৬০-র দশকে দেশের গড়ের চেয়েও বেশি ছিল দক্ষিণেশ্বর ও আদ্যাপীঠের মন্দির কতক্ষণ খোলা থাকে?ভোগ খাওয়ার ইচ্ছা? রইল কিছু তথ্য ভরপেট খাইয়ে গণপিটুনি দিয়ে খুন সর্বহারা ভবঘুরেকে, নৃশংস ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পানিপুরি নাকি ফুচকা, KBC-তে জোর তর্ক সোনু-শ্রেয়ার! অমিতাভের ভোট দিলেন কাকে? বন্যার আগেই বুঝে যাবে কেন্দ্র, ১৯০টি হ্রদের নীচে বসবে বিশেষ সিস্টেম গয়নার দোকানের কর্মী মিলনের রাজকীয় উত্থান, গ্রেফতার কাউন্সিলরকে নিয়ে লোকে বলছে… বিয়ের পর ছবির পোস্টেরে বচ্চন নয় ভাদুড়ী পদবী ব্যবহার করেছিলেন জয়া,কী বলেন অমিতাভ ময়ূরীর পারফরমেন্স নিয়ে সারেগামাপায় জাভেদের সঙ্গে বাগযুদ্ধ ইমন-রাঘবের, কেন? ভারতের আরও এক প্রাক্তন কোচকে জালে তুলল রাজস্থান, জুটি বাঁধছেন দ্রাবিড়ের সঙ্গে অগ্নিবীরদের স্থায়ী চাকরির গ্যারান্টি সহ হরিয়ানার ভোটে BJPর ইস্তাহারে আর কী কী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.