জনপ্রিয় মার্কিন কার্টুন ‘দ্য সিম্পসনস’ ইতিমধ্যেই বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনার সঠিক এবং চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করে সংবাদ শিরোনামে উঠে এসেছে।
তথ্য বলছে, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল কী হবে, সেই আভাসও দিয়েছে তারা!
এই প্রসঙ্গে সিম্পসনের ইঙ্গিত হল - ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসই পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট বা পোটাস (POTUS - President of The United States) নির্বাচিত হতে চলেছেন। তবে, এই ভবিষ্য়দ্বাণী আদৌ সঠিক হবে কিনা, তার উত্তর দেবে সময়।
সিম্পসনস ঠিক কী ভবিষ্যদ্বাণী করেছিল?
দ্য সিম্পসনস-এর ২০০০তম পর্বটির নাম ছিল - 'বার্ট টু দ্য ফিউচার'। সেই পর্বে লিসা সিম্পসনস নামে এক মহিলাকে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দেখানো হয়েছিল!
এমনকী, দ্য সিম্পসনসের সেই পর্বে বাজেট সংক্রান্ত সঙ্কটের জন্য ওই কার্টুন চরিত্র লিসাকে পূর্ববর্তী প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করতেও দেখা গিয়েছিল!
তিনি ওভাল অফিসে, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়ের বসে পূর্ববর্তী প্রেসিডেন্ট ট্রাম্পের নামে সমালোচনা করছিলেন!
উল্লেখ্য, এর আগে ডোনাল্ডের ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিল দ্য সিম্পসনস। বারাক ওবামার পর ডোনাল্ড ট্রাম্প প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন। সেই সময় দ্য সিম্পসনসের সংশ্লিষ্ট 'ভবিষ্যদ্বাণী' নিয়ে অনেক আলোচনা হয়েছিল।
পরবর্তীতে, কমলা হ্যারিস যখন প্রথম মহিলা হিসাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখনও দ্য সিম্পসনসের ২০০০তম পর্বটি ভাইরাল হয়েছিল।
বেগুনি রঙের স্যুট, মুক্তোর নেকলেস ও মুক্তোর কানের দুল পরা লিসা লিম্পসনসকে বাস্তবের কমলা হ্যারিসের মতোই দেখতে লাগছিল বলে দাবি করেছিলেন বহু ইন্টারনেট ইউজার।
এদিকে, সম্প্রতি জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে যাওয়ার পরই একপ্রকার নিশ্চিত হওয়া গিয়েছিল যে, এবারের ডেমোক্র্যাট প্রার্থী হচ্ছেন কমলা হ্যারিস।
বস্তুত, চলতি বছর জো বাইডেন যখন নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান, তখনই দ্য সিম্পসনসের পুরোনো পর্বটি নিয়ে আবারও আলোচনা শুরু হয় সোশাল মিডিয়ায়।
সময়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এগিয়ে আসতেই সেই পর্বটির ফের ভাইরাল হয়েছে ইন্টারনেটে। যেখানে লিসা নামে এক মহিলাকে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দেখানো হয়েছে।
যার জেরে কমলা হ্যারিসের সমর্থক ও সিম্পসনসের ভক্তদের মধ্যে একাংশের মনে বদ্ধমূল বিশ্বাস জন্মেছে যে, এবারের মার্কিন নির্বাচনে শেষ হাসি হাসবেন ডেমোক্র্যাট প্রার্থীই!
উল্লেখ্য, দ্য সিম্পসনসে দেখানো বহু কাহিনিই পরবর্তীতে বাস্তব ঘটনা হিসাবে প্রমাণিত হয়েছে। বারবার কীভাবে এমন কেরামতি দেখাচ্ছে তারা, তা নিয়ে আমজনতার মধ্যে কৌতূহলের কোনও শেষ নেই। যদিও তার উত্তর আজও অধরা ও অনিশ্চিত!