মর্মান্তিক দুর্ঘটনা। ফুটবল অনুশীলনের সময় অসমে মৃত্যু হল এক তরুণ ফুটবলারের। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে জোড়হাটের অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঠে। মৃত তরুণ ফুটবলারের নাম ঋষিরাজ বরাহ (২২)। অনুশীলন করার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে চিকিৎসার জন্য জোরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন, হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে ওই তরুণের।
আরও পড়ুন: খেলা চলাকালীন মাঠে পড়ল বাজ, মৃত্যু ফুটবলারের, দেখুুন হাড় হিম করা ভিডিয়ো
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ঋষিরাজ জোড়হাটের অল স্টার ক্লাবের হয়ে খেলতেন। তিনি অনূর্ধ্ব-১৩ এবং অনূর্ধ্ব-১৫ একাধিক আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট খেলেছেন। খেলায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি সকলেরই পছন্দের ফুটবলার হিসেবে পরিচিত ছিলেন। ঋষিরাজ জোড়হাটের আর্মি পাবলিক স্কুল থেকে পড়াশোনা করেছেন। তিনি একজন উজ্জ্বল ছাত্র ছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে স্কুল কর্তৃপক্ষ। পাশাপাশি শোকগ্রস্ত তাঁর পরিবার। তরুণ ফুটবলারের অকাল মৃত্যুর কারণ হিসেবে হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়াকেই চিহ্নিত করেছেন চিকিৎসকরা।
জানা গিয়েছে, শুধু খেলোয়াড় হিসেবেই নয়, একজন ভালো মানুষ হিসেবেও পরিচিত ছিলেন ঋষিরাজ। তিনি অসহায় মানুষ এবং প্রাণীদের সেবা যত্ন করতে ভালোবাসতেন। সেই কারণে এলাকায় তিনি সকলের প্রিয় ছিলেন।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ঋষিরাজের বাবা রাজেন বরাহ ওই আর্মি পাবলিক স্কুলের শিক্ষক ছিলেন। ছোটবেলা থেকেই ফুটবল খেলতে ভালোবাসতেন ঋষিরাজ। ২০২০ সালে তিনি ওই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এদিন অনুশীলনের সময় তিনি আচমকা অসুস্থ হয়ে মাঠে পড়ে যান। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, বাংলার পাশাপাশি এবার ব্যাপক গরম পড়েছে অসমে। গ্রীষ্মের দাবদাহে ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ। বৃহস্পতিবার অসমের কাছাড় জেলায় ৪৭ বছর বয়সি এক শিক্ষক তীব্র গরমের ফলে অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান হৃদরোগে আক্রান্ত হয়ে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, ওই শিক্ষকের নাম চয়ন দে। কালাইন এলাকায় সত্য রঞ্জন কলেজে ক্লাস চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁর মৃত্যু হয়।