Chemical Stocks Amazing Return: করোনা পরিস্থিতিতে বিশ্ব বাজার থেকে চিনের দখল কমে যায়। সেই পরিস্থিতিতে বিভিন্ন দেশ ভারত থেকে রাসায়নিক কিনতে শুরু করে। ফলে ভারতীয় কেমিকেল সংস্থাগুলির লাভ হয়। শেয়ারও বাড়তে থাকে।
1/5গত পাঁচ বছরে রাসায়নিক খাতের শেয়ারগুলি ভালই রিটার্ন দিচ্ছে। করোনা পরিস্থিতিতে বিশ্ব বাজার থেকে চিনের দখল কমে যায়। সেই পরিস্থিতিতে বিভিন্ন দেশ ভারত থেকে রাসায়নিক কিনতে শুরু করে। ফলে ভারতীয় কেমিকেল সংস্থাগুলির লাভ হয়। শেয়ারও বাড়তে থাকে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5গত বছরের তুলনায় বেশ কিছু কেমিকেল শেয়ারই অনেকটা বৃদ্ধি পেয়েছে। যাঁরা বিনিয়োগ করে শেয়ার ধরে রেখেছেন, তাঁদের এখন লাভ। মাল্টিব্যাগার রিটার্ন পাবেন তাঁরা। এক নজরে দেখে নেওয়া যাক, সেই ধরণেরই ৩টি কেমিকেল শেয়ার। (ছবি সৌজন্য পিটিআই) (Reuters)
3/5গুজরাট নর্মদা ভ্যালি ফার্টিলাইজারস অ্যান্ড কেমিক্যালস (GNFC): এটি গুজরাট সরকার এবং গুজরাট স্টেট ফার্টিলাইজারস অ্যান্ড কেমিক্যালস (GSFC) দ্বারা প্রচারিত একটি যৌথ উদ্যোগ। রাসায়নিক, সার এবং ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ব্যবসা ছড়িয়ে। ২০২১ সালের অগস্ট থেকে প্রায় ১০৭% বেড়েছে শেয়ার। ছবি: গুগল ফিন্যান্স (Reuters)
4/5গুজরাট ফ্লুরোকেমিক্যালস লিমিটেড: প্রায় ৩০ বছরের ব্যবসা। ফ্লুরোপলিমার, ফ্লুরোস্পেশালিটি, রেফ্রিজারেন্ট এবং রাসায়নিকের বাজারে সংস্থার ভালই বিস্তার আছে। গত ১ বছরে প্রায় ১০৬% রিটার্ন দিয়েছে এই সংস্থা। ছবি: গুগল ফিন্যান্স (Reuters)
5/5ফাইন অরগ্যানিক ইনডাস্ট্রিজ: এটি খাদ্য, প্লাস্টিক, রাবার, পেইন্ট, কালি, প্রসাধনী, টেক্সটাইল, লুব্রিকান্ট এবং অন্যান্য পণ্য উত্পাদন করে। বিশ্ববাজারেও ব্যবসা আছে। গত বছর অগস্টে এটি শেয়ার প্রতি ২,৮৯০ টাকা করে ছিল। সেখান থেকে বেড়ে বর্তমানে প্রায় ৬,২০৯ টাকা করে হয়ে গিয়েছে। প্রায় ১১৫% বেড়েছে এক বছরেই। ছবি: গুগল ফিন্যান্স (Reuters)