বাংলা নিউজ > ঘরে বাইরে > Multibagger Shares: গত স্বাধীনতা দিবস থেকে এবার পর্যন্ত ফাটিয়ে দিয়েছে এই ৩টি কেমিকাল শেয়ার

Multibagger Shares: গত স্বাধীনতা দিবস থেকে এবার পর্যন্ত ফাটিয়ে দিয়েছে এই ৩টি কেমিকাল শেয়ার

Chemical Stocks Amazing Return: করোনা পরিস্থিতিতে বিশ্ব বাজার থেকে চিনের দখল কমে যায়। সেই পরিস্থিতিতে বিভিন্ন দেশ ভারত থেকে রাসায়নিক কিনতে শুরু করে। ফলে ভারতীয় কেমিকেল সংস্থাগুলির লাভ হয়। শেয়ারও বাড়তে থাকে।