এখন শেয়ার বাজারে কান পাতলেই ভারতীয় রেলের বিভিন্ন সংস্থার নাম। রাষ্ট্রায়ত্ত্ব, PSU সংস্থাগুলির শেয়ারেই এখন ভাল রিটার্ন পাচ্ছেন বহু বিনিয়োগকারী।
ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড(IRFC)-র শেয়ার ৫১% পর্যন্ত রিটার্ন দিয়েছে। এদিকে রেল বিকাশ নিগম লিমিটেড(RVNL)-এর শেয়ারে অনেকে ৯৬% পর্যন্ত স্বল্প মেয়াদে রিটার্ন পেয়েছেন। এছাড়াও ইরকন ইন্টারন্যাশানালের শেয়ার ৩০% বৃদ্ধি পেয়েছে।
কিন্তু রেলের বিভিন্ন সংস্থার শেয়ার হঠাত্ এত দ্রুত হারে বাড়ছে কেন?
এই বিষয়ে আলোকপাত করলেন শেয়ার ইন্ডিয়ার রিসার্চের প্রধান এবং ভাইস প্রেসিডেন্ট রবি সিং। তিনি বলেন, 'সরকারের বাজেট ঘোষণার আগে রেলের শেয়ারে বিনিয়োগ করছেন অনেকে। RVNL এবং IRFC-র মতো শেয়ারের ক্ষেত্রে তাদের পরিকাঠামো প্রযুক্তিতে ভরসা করছেন অনেকে। ফলে এই সংস্থাগুলির জন্য নতুন কোনও ঘোষণার আশা করছেন বিনিয়োগকারীরা। অনেকেই আপাতত RVNL এবং IRFC-র শেয়ারে যথাক্রমে ৪২ এবং ৯০ টাকার লক্ষ্যমাত্র স্থির করেছেন।'
রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড(IRFC)
IRFC-র শেয়ার বর্তমানে ৩৩.৭৫ টাকার স্তরে আছে। গত ৬ মাসে এটি ৫৮.৮২% বেড়েছে। ১ জুন ২০২২-এ এই শেয়ারের দাম ছিল ২১.২৫ টাকা করে। ১ জানুয়ারি ২০২২ থেকে এখনও পর্যন্ত প্রায় ৪৬% রিটার্ন দিয়েছে এই শেয়ার।
রেল বিকাশ নিগম লিমিটেড(RVNL)
RVNL একটি মিনি রত্ন সংস্থা হিসাবে পরিচিত। এটি রেলের পরিকাঠামো সংক্রান্ত কাজ করে। বিশেষজ্ঞদের ধারণা, আসন্ন বাজেটে পরিকাঠামো খাতে জোর দিতে পারে কেন্দ্র সরকার। আর সেটা হলে RVNL-এর হাতে প্রচুর কাজ এসে যাবে। সেই বিষয়টি মাথায় রেখেই আগেভাগে এই শেয়ার কিনতে শুরু করেছেন অনেকে। প্রি-বাজেট স্তর পর্যন্ত এই শেয়ার ধরে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর সেই কারণেই গত প্রায় এক-দেড় মাস ধরে ক্রমেই উর্ধ্বমুখী হয়েছে শেয়ার।
গত মাত্র ১ মাসেই এই শেয়ার ৮৯.৩০%-এর অবিশ্বাস্য রিটার্ন দিয়েছে। ১ নভেম্বর যে শেয়ার ৪০.২০ টাকা করে ছিল, সেটিই এখন বেড়ে ৭৬ টাকায় পৌঁছে গিয়েছে। বিশেষজ্ঞদের অনুমান, এই শেয়ার প্রি-বাজেট পর্যন্ত আরও বাড়তে পারে। কতটা? রেল বিকাশ নিগম লিমিটেড(RVNL)-এর শেয়ারের বিষয়ে বিশদে জানতে ক্লিক করুন এই লিঙ্কে: রেলের এই শেয়ারে টাকা ডবল বিনিয়োগকারীদের! এখনও কিনলে লাভের সম্ভাবনা
প্রফিশিয়েন্ট ইক্যুইটিজের প্রতিষ্ঠাতা মনোজ কুমার ডালমিয়া বলেন, 'গত ৩ মাসে IRFC, RVNL, RITES, টিটাগড় ওয়্যাগনস, টেক্সমাকো রেল-এর মতো রেলের সঙ্গে জড়িত শেয়ারগুলি ১৮ থেকে সর্বোচ্চ ১৪৭% পর্যন্ত বেড়েছে। এর থেকে স্পষ্ট যে স্বল্প মেয়াদের রিটার্নের জন্য বিনিয়োগকারীরা এই সংস্থাগুলিতে টাকা রাখছেন। এছাড়া বাজারে খবর রয়েছে যে সরকার RailTel, RVNL এবং অন্যান্য ৪টি সংস্থায় তার শেয়ার ১০% পর্যন্ত হ্রাস করতে পারে।