বাংলাদেশে একের পর এক হিন্দু নির্যাতনের ঘটনা। কিন্তু এনিয়ে কংগ্রেসের তরফ থেকে বিশেষ উচ্চবাচ্য নেই। এবার সেই ঘটনায় মুখ খুললেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। তিনি শনিবার জানিয়েছেন, কংগ্রেসের ভুলের জন্যই ওদের ভুগতে হচ্ছে।
সাংবাদিক বৈঠকে বিএসপি নেত্রী জানিয়েছেন, প্রতিবেশী রাজ্যে বাংলাদেশের হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছেন। তাদের মধ্যে বেশিরভাগই দলিত। তাঁদের অনেকেই দুর্বল শ্রেণির। কংগ্রেস দল এনিয়ে পুরো নীরব। কেবলমাত্র মুসলিম ভোটের জন্য ওরা বলছে খুব সতর্ক হতে হবে। তিনি বলেন, কংগ্রেস আর সমাজবাদী পার্টি একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারকে যারা নেতৃত্ব দিচ্ছে সেই বিজেপিকেও তার দায় নিতে হবে।
তিনি জানিয়েছেন, দলিত শ্রেণির মানুষ যাঁরা নির্যাতনের শিকার তাঁদের এতটা ভুগতে হত না। সেখানকার সরকারের সঙ্গে কথা বলে তাঁদের ভারতে ফিরিয়ে আনা যেতে পারত। কারণ কংগ্রেসের ভুলের জন্য তাঁদের ভুগতে হচ্ছে। মূলত বর্তমানে বাংলাদেশে একের পর এক ক্ষেত্রে হিন্দু নির্যাতনের যে ঘটনা হচ্ছে তার বিরুদ্ধে ভারতের বিভিন্ন প্রান্তেও বিক্ষোভ আন্দোলন হচ্ছে। এসবের মধ্য়েই সামনে এল বিএসপি নেত্রীর বক্তব্য। তিনি মূলত কংগ্রেসের উপরেই যাবতীয় ভুলের দায় চাপিয়ে দিতে চান।
এদিকে বাংলাদেশে একের পর এক হিন্দু নির্যাতনের অভিযোগ উঠছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে বাংলাদেশ থেকে ভারতে আসার পরে সংবাদমাধ্যমে অনেকেই তাঁদের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। ভারতের বিভিন্ন প্রান্তেও বাংলাদেশের ঘটনাকে ঘিরে প্রতিবাদের ঝড় উঠছে। তবে বাংলাদেশের নানা মহলের তরফে হিন্দু নির্যাতনের সব ঘটনাকে স্বীকার করা হয়নি।
তবে কেবলমাত্র ভারতেই নয়, বাংলাদেশের অন্দরেও এবার এই হিংসার বিরুদ্ধে সুর উঠতে শুরু করেছে। সম্প্রতি বাংলাদেশি সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সেই বৈঠকের পরই বাংলাদেশের সেন্ট মেরি ক্যাথিড্রালের ফাদার অ্যালবার্ট রোজারিও চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষ নিয়েই কথা বলেন বলে খবর। তাঁর কথায়, 'জামিন পাওয়া সব ব্যক্তিরই অধিকার।' এমনকী বাংলাদেশি লেখক ফারহাদ মাঝারও চিন্ময় প্রভুর হয়ে সরব হয়েছেন বলে খবর।
সেই ক্ষেত্রে ঘরে বাইরেও এবার চাপের মুখে ইউনুস সরকার। এমনটাও মনে করছেন অনেকে। সেক্ষেত্রে কবে বাংলাদেশে এই হিংসা, এই হিন্দু নির্যাতনের ঘটনা কমবে তা নিয়ে প্রশ্ন উঠছে।