ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে 'গল্প' চালাতে গিয়েছিল। করতে চেয়েছিল 'অপপ্রচার'। কিন্তু সেই চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়ে গিয়েছে বলে দাবি করলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুস। শনিবার তিনি দাবি করেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মিথ্যে প্রচার চালাচ্ছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের লোকজন। কিন্তু তাতে কোনও লাভ হচ্ছে না। কারণ আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ব্যাপক সমর্থন গড়ে উঠেছে। পুরো বিশ্বই আস্থা রেখেছে তাঁর সরকারের উপরে। সেজন্য কোনও অপপ্রচারেই কাজ হচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রেও তাই হয়েছে। তাঁকে নিয়ে অপপ্রচার চালিয়ে, গল্প দিয়েও কোনও লাভ হয়নি বলে কটাক্ষ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান।
‘বাংলাদেশকে মোদীর হাতে ছেড়ে দিলাম’
আর তিনি সেই মন্তব্য করেছেন ট্রাম্পের একটি কথার প্রেক্ষিতে। ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের মধ্যেই ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের সংকট তৈরির ক্ষেত্রে আমেরিকা কলকাঠি নেড়েছিল কিনা। সেটার প্রেক্ষিতেই ট্রাম্প বলেছিলেন যে ‘বাংলাদেশকে প্রধানমন্ত্রী মোদীর হাতে ছেড়ে দিলাম।’
ট্রাম্পের সেই মন্তব্য নিয়ে বিশ্বের অন্যান্য প্রান্তে যত না বেশি আলোচনা শুরু হয়, তার থেকে বেশি হইচই পড়ে যায় বাংলাদেশে। ইউনুস সরকারের বিভিন্ন মহল থেকে ব্যাখ্যা করা হতে থাকে যে মার্কিন প্রেসিডেন্ট কেন সেই কথা বলেছেন। এমনকী যে যে বাংলাদেশি সংবাদমাধ্যম ‘বাংলাদেশকে প্রধানমন্ত্রী মোদীর হাতে ছেড়ে দিলাম’ বলে খবর প্রকাশ করেছিল, তাদেরও নিশানা করা হয়।
এমন সমর্থনের বহর দেখে অবাক হয়ে যাচ্ছেন, দাবি ইউনুসের
সেই আবহেই শনিবার বাংলাদেশের জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের যে বৈঠক হয়, সেখানে ইউনুস দাবি করেন, বিশ্বের ছোট, বড়, মাঝারি সব দেশই তাঁদের পাশে আছেন। তাঁদের সমর্থন করে যাচ্ছে। যতদিন যাচ্ছে, সেই সমর্থনের মাত্রা আরও বাড়ছে বলে দাবি করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। তিনি দাবি করেন, এমন সমর্থনের বহর দেখে তিনি অবাক হয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: ভারতে এসে একের পর এক বিয়ে বাংলাদেশি মহিলার! ভয় দেখিয়ে লুটত টাকা, ধরল পুলিশ
এত সমর্থন পেয়েও নয়া বাংলাদেশ গড়তে ব্যর্থ হলে…….
সেখানেই নিজেদের ঢাক পেটানো থামাননি ইউনুস। তিনি দাবি করেন, বাংলাদেশের কোনও আর্থিক সাহায্য লাগবে কিনা, তা নিয়ে আন্তর্জাতিক মহল থেকেও প্রায়শই জিজ্ঞাসা করা হয়। তারা সংস্কারের বিষয়েও বাংলাদেশকে সাহায্য করতে মুখিয়ে আছে। এত সমর্থন নিয়েও যদি নতুন বাংলাদেশ গড়া না যায়, তাহলে সেটাকে নিজেদের দোষ হিসেবেই বিবেচনা করবেন বলে দাবি করেছেন ইউনুস। যদিও সেটা কবে হবে, তা অবশ্য খোলসা করেননি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান।