বাংলা নিউজ > ঘরে বাইরে > Ankita Bhandari Murder case: পুলকিতের ঘরে শিফ্ট করতে বলা হয়েছিল অঙ্কিতাকে! গোপন হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস

Ankita Bhandari Murder case: পুলকিতের ঘরে শিফ্ট করতে বলা হয়েছিল অঙ্কিতাকে! গোপন হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস

অঙ্কিতার মৃত্যুতে ঘনীভূত হচ্ছে রহস্য  (PTI Photo) (PTI)

এরপর চ্যাটের এক জায়গায় অঙ্কিতা লেখেন, 'ওঁরা আমাকে বেশ্যায় পরিণত করতে চাইছেন।' এমনকি অভিযুক্তদের অন্যতম অঙ্কিত গুপ্ত, ওই ভিআইপি গেস্টদের জন্য 'এক্সট্রা সার্ভিস' অঙ্কিতাকে দিতে বলেন। যার অর্থ নিয়েও উঠেছে প্রশ্ন। চ্যাটে অঙ্কিতা লিখছেন, তাঁকে যদি খারাপ কিছু করতে বলা হয়, ১০ হাজার টাকার বদলে বিক্রি হতে বলা হয়, তাহলে তিনি তা করবেন না, রিসর্টের চাকরি ছেড়ে দেবেন।

উত্তরাখণ্ডের রিসেপশনিস্ট অঙ্কিতা ভান্ডারির মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই অঙ্কিতার পরিবার প্রশ্ন তুলেছে যে, যে রিসর্টে তাঁদের মেয়ের হত্যা ছাড়াও অভিযুক্ত পুলকিতের নানান কীর্তির প্রমাণ থাকতে পারে, সেই রিসর্ট কেন ভেঙে দিল বিজেপি প্রশাসন? এদিকে, পুলকিতের বাবা বিজেপির সাসপেন্ডেড নেতা বিনোদ আচার্য বলছেন তাঁর ছেলে 'সিধা সাধা'। তবে, ইতিমধ্যেই পুলকিতদের নিয়ে অঙ্কিতার সঙ্গে তাঁর এক বন্ধুর গোপন চ্যাট ফাঁস হয়েছে।

অঙ্কিতার সেই গোপন চ্যাটের পরীক্ষা করতে চলেছে তদন্তকারী সিট। তবে যে চ্যাট বেরিয়ে এসেছে, তাতে দেখা গিয়েছে, অঙ্কিতা জানাচ্ছেন যে তাঁকে সদ্য রিসর্টে তাঁর ঘর থেকে শিফ্ট করে পুলকিতের ঘরে থাকতে বলা হয়। এর কারণ অঙ্কিতার বন্ধু জিজ্ঞাসা করেন। তার উত্তরে অঙ্কিতা হোয়াটসঅ্যাপে লেখেন, 'সোমবার থেকে আরও অনেক অতিথি আসবেন রিসর্টে', সেই কারণেই তাঁকে শিফ্ট করতে বলা হয়। এরপর চ্যাটের এক জায়গায় অঙ্কিতা লেখেন, 'ওঁরা আমাকে বেশ্যায় পরিণত করতে চাইছেন।' এমনকি অভিযুক্তদের অন্যতম অঙ্কিত গুপ্ত, ওই ভিআইপি গেস্টদের জন্য 'এক্সট্রা সার্ভিস' অঙ্কিতাকে দিতে বলেন। যার অর্থ নিয়েও উঠেছে প্রশ্ন। চ্যাটে অঙ্কিতা লিখছেন, তাঁকে যদি খারাপ কিছু করতে বলা হয়, ১০ হাজার টাকার বদলে বিক্রি হতে বলা হয়, তাহলে তিনি তা করবেন না, রিসর্টের চাকরি ছেড়ে দেবেন। প্রায়ই হেঁচকির জন্য ভোগান্তি হয়! দারচিনি, গোলমরিচের এই টোটকা ট্রাই করেছেন কি?

এমনকি অঙ্কিতা হোয়াটসঅ্যাপ চ্যাটে এটাও লেখেন যে, তাঁকে বলা হয়েছে, যদি অতিথিদের সঠিকভাবে 'খেয়াল' রাখতে না পারেন অঙ্কিতা, তাহলে তাঁকে ছাঁটাই করে তাঁর জায়গায় অন্য কাউকে নেওয়া হবে। এমনকি অঙ্কিতা তাঁর অন্য এক সহকর্মীকে একটি চ্যাটে এটিও লেখেন যে, তাঁকে জোর করে চুম্বন করতে চেয়েছেন পুলকিত। পরে পরিস্থিতি হাতের বাইরে যেতে দেখে, পুলকিত জানান, তিনি মদ্যপ থাকার জন্য এমন আচরণ করে ফেলেন। অঙ্কিতার কাছে তিনি এই নিয়ে ক্ষমাও চেয়েছেন। গোটা বিষয়টি নিয়ে উত্তরাখণ্ড জুড়ে তুলকালাম।

বন্ধ করুন