বাংলা নিউজ > ঘরে বাইরে > বিশ্বের অন্যতম উজ্জ্বল পড়ুয়া হিসাবে উঠে এল ১১ বছরের ভারতীয় বংশোদ্ভুতের নাম

বিশ্বের অন্যতম উজ্জ্বল পড়ুয়া হিসাবে উঠে এল ১১ বছরের ভারতীয় বংশোদ্ভুতের নাম

প্রতীকী ছবি : রয়টার্স  (REUTERS)

হপকিন্স সেন্টার ফর ট্যালেন্টেড ইয়ুথ (CTY)-এর ট্যালেন্ট সার্চ প্রোগ্রামের অংশ হিসাবে এই পরীক্ষাগুলিতে বসেছিল সে।

বিশ্বের অন্যতম প্রতিভাবান পড়ুয়া হিসেবে উঠে এল এক ভারতীয় বংশোদ্ভুত স্কুলছাত্রীর নাম। ১১ বছর বয়সী নাতাশা পেরিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির থেলমা এল স্যান্ডমায়ার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

SAT, ACT এবং সমতুল পরীক্ষায় অভাবনীয় ভালো স্কোর করে নাতাশা। হপকিন্স সেন্টার ফর ট্যালেন্টেড ইয়ুথ (CTY)-এর ট্যালেন্ট সার্চ প্রোগ্রামের অংশ হিসাবে এই পরীক্ষাগুলিতে বসেছিল সে।

জনস হপকিন্স সিটিওয়াই 'হাই অনার্স অ্যাওয়ার্ডস'-এর জন্য সিলেক্টেড হয়েছেন নাতাশা। ভীষণ কঠিন এই পরীক্ষায় পাশ করা ২০ শতাংশের মধ্যে তিনিও একজন। নাতাশা জানিয়েছে, 'এটা বড় প্রাপ্তি। ভবিষ্যতে আরও বেশি পরিশ্রমের অনুপ্রেরণা পেলাম।'

সংবাদ সংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী বিশ্বের ৮৪ টি দেশের প্রায় ১৯ হাজার পড়ুয়া এই পরীক্ষা দিয়েছিল। ফিফ্থ গ্রেডে থাকাকালীন চলতি বছরেই এই পরীক্ষা দেয় নাতাশা।

নাতাশা জানিয়েছে, পরীক্ষার জন্য ব্যস্ত থাকলেও শুধু পড়ায় ডুবে থাকার পাত্রী সে নয়। অবসর সময়ে ডুডলিং এবং জেআরআর টলকিনের উপন্যাস পড়তে পছন্দ করে ১১ বছরের নাতাশা।

 

বন্ধ করুন