বাংলা নিউজ > ঘরে বাইরে > ৫-১১ বছরের শিশুদের টিকাকরণ, অবশেষে অনুমোদন দিল এই দেশ,সামনের সপ্তাহে শুরু

৫-১১ বছরের শিশুদের টিকাকরণ, অবশেষে অনুমোদন দিল এই দেশ,সামনের সপ্তাহে শুরু

শিশুদের টিকাকরণের অনুমোদন দিয়েছে একাধিক দেশ। (প্রতীকী ছবি/ AP) (AP)

ইউরোপিয়ান ইউনিয়নের কাছ থেকে সুপারিশ মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাচ্চাদের টিকাকরণ কবে থেকে শুরু হবে এনিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনেকেই। মূলত করোনার বিরুদ্ধে লড়াইতে বাচ্চাদের সুরক্ষা কবচ দেওয়াটা একটা বড় চ্যালেঞ্জ। তবে এবার সেই উদ্যোগে অনেকটাই এগিয়ে গেল স্পেন। মঙ্গলবার স্পেনের তরফ ঘোষণা করা হয়েছে, ৫ থেকে ১১ বছর বয়সীদের জন্য কোভিড টিকাকরণের অনুমোদন দেওয়া হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের কাছ থেকে সুপারিশ মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্পেনের স্বাস্থ্য মন্ত্রকের তরফে টুইট করে এব্যাপারে জানানো হয়েছে। প্রসঙ্গত স্পেনে বর্তমান কোভিড টিকাকরণের হার প্রায় ৮০ শতাংশ।

 

এদিকে সংবাদ সংস্থা মারফৎ জানা গিয়েছে, স্পেনের স্বাস্থ্যমন্ত্রী ক্যারোলিনা দারিয়াস সংবাদমাধ্যমকে জানিয়েছেন,আগামী সপ্তাহ থেকে শিশুদের ভ্যাকসিনেশন চালু হতে পারে। ফাইজার ও বায়োটেক ভ্যাকসিন দ্রুত চলে আসতে পারে। এদিকে গত ২৫শে নভেম্বর  ইউরোপিয়ান ইউনিয়ন ড্রাগ রেগুলেটর জানিয়ে দিয়েছিল শিশুদের জন্য ফাইজার কোভিড ভ্যাকসিন দেওয়া যেতে পারে। এরপর ইতালি ও অস্ট্রেলিয়াও এনিয়ে তৎপর হয়। স্পেনের প্রতিবেশী দেশ পর্তুগালও এনিয়ে উদ্যোগী হচ্ছে। সেখানে ইতিমধ্যেই ১২-১৭ বছর বয়সী প্রায় ৯০ শতাংশকে এই টিকা দেওয়া হয়েছে। এই দুটি দেশেই টিকাকরণের হার যথেষ্ট ভালো। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে জার্মানি, ইতালিও ১২ বছর বয়সীদের টিকাকরণের ব্যাপারে অনুমোদন দিয়েছে। 

বন্ধ করুন