রাম মন্দিরে ভূমিপুজোর পর ঐক্যের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যায় ঝটিকা সফর সেরে দিল্লিতে ফিরে সারা দিনের অভিজ্ঞতার কথা টুইটারে শেয়ার করে নিলেন তিনি। দীর্ঘ সংগ্রামের পর আসা এই বিশেষ দিনটি সব ভারতবাসীর মনে গাঁথা থাকবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
মোদী বলেন যে অযোধ্যায় একটা আশীর্বাদধন্য দিন কাটালাম। ভগবান রামের আশীর্বাদ সব ভারতীয় যাতে পান, তার জন্যে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন এই দিনের কথা সবার মনে থাকবে চিরকাল। সব ভারতীয় সুস্বাস্থ্য ও বিত্তের অধিকারী হোক, এই আশা করেন প্রধানমন্ত্রী।
এদিন রাম মন্দিরে সোনালী অঙ্গবস্ত্রে রাজসিক সাজে উপস্থিত হন প্রধানমন্ত্রী। সাষ্টাঙ্গে রামলালাকে প্রণাম করেন মন্দিরে। প্রধানমন্ত্রী বলেন যে অনেক দিন অস্থায়ী মন্দিরে থেকেছেন শ্রীরামচন্দ্র, এবার তাঁর মন্দিরে থাকার পালা। এদিন একতার বার্তাও দেন প্রধানমন্ত্রী। বলেন যে শ্রীরামচন্দ্র সবার।ভারতের বিভিন্ন স্থানে রামায়ণের যে ভিন্ন ভিন্ন রূপ আছে, সেই কথাও তুলে ধরেন তিনি।