আদানির শেয়ারের আসল দাম ৯৪৫ টাকা হওয়া উচিৎ, দাবি বিশেষজ্ঞের
Updated: 06 Feb 2023, 04:52 PM ISTএকটি হিসাব দিলেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের এক ফাইন্যান্স অধ্যাপক। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির অধ্যাপক অশ্বথ দামোদরন এই বিষয়ে গত ৪ ফেব্রুয়ারি একটি ব্লগ পোস্ট করেন। তাতে আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম 'আসলে কত হওয়া উচিত্ ছিল' তার একটি হিসাব দেন।
পরবর্তী ফটো গ্যালারি