গত এক সপ্তাহ থেকে ফের আদানি গ্রুপের কোম্পানির শেয়ার চাঙ্গা হয়ে গিয়েছে। আদানি এন্টারপ্রাইজ ছাড়াও ডিক্সন টেকের শেয়ারও লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ সেগমেন্টে সবচেয়ে বেশি বেড়েছে। আদানি এন্টারপ্রাইজ এই সময়ের মধ্যে ১,৮৯০ টাকা থেকে বেড়ে ২৫৩৭.৪৫ টাকা হয়ে গিয়েছে। অর্থাত্ ৩৪ শতাংশেরও বেশি বেড়ে গিয়েছে। এই একই সময়ে, ডিক্সন টেকের শেয়ার ২,৯৮৩.৭০ টাকা থেকে ২০ শতাংশেরও বেশি বেড়ে ৩,৫৯৭.৮৫ টাকায় পৌঁছে গিয়েছে।
গত এক সপ্তাহে তৃতীয় সর্বোচ্চ বৃদ্ধি হয়েছে আদানি উইলমারের। এই সময়ের মধ্যে, এটি ১৯.৫৯ শতাংশ বেড়ে ৩৭৮ টাকা থেকে ৪৫২ টাকায় পৌঁছে গিয়েছে। আদানি আদানি গ্যাস ছিল চার নম্বরে। এটি ৬৬৬.৬৫ টাকা থেকে ১৯.৪৬ শতাংশ বেড়ে ৭৯৬.৪০ টাকায় পৌঁছে গিয়েছে। আরও পড়ুন: তিন বছরে সর্বোচ্চ পতন Infosys-র শেয়ারের, এখন বিক্রি করে দেবেন নাকি টাকা রাখবেন?
আদানির স্টকে দেদার বৃদ্ধি
গত এক সপ্তাহ ধরেই মোটামুটি আদানি গ্রুপের লার্জ ক্যাপ শেয়ারগুলিই ভারতের শেয়ার বাজারে আধিপত্য বিস্তার করছে। আদানি ট্রান্সমিশন (১৮.৬৫%)-এর পরেই আদানি এন্টারপ্রাইজ, আদানি উইলমার, আদানি গ্যাস, আদানি পাওয়ার (১৫.১৫%) এবং আদানি গ্রিন (১২.৭৯%)-এ গত এক সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে।
অন্যদিকে মিড ক্যাপ স্টকের ক্ষেত্রে ডিক্সন টেকের পরেই আসছে আলজি ইক্যুইপমেন্টেক শেয়ার। এই শেয়াক মাত্র এক সপ্তাহেই ১৮.৭১% রিটার্ন দিয়েছে। অন্যদিকে Kaynes টেকনোলজি এবং Suzlon এনার্জির শেয়ার, দু'টিই ১৫%-এরও বেশি রিটার্ন দিয়েছে।
স্মল ক্যাপ স্টকে বাম্পার রিটার্ন
গত এক সপ্তাহে স্মল ক্যাপ স্টক ইন্দো টেক ট্রান্সফর্মার রিটার্নের ক্ষেত্রে ৬১ শতাংশ রিটার্ন দিয়েছে। এই সংস্থার শেয়ার গত এক সপ্তাহের মদ্যে ২০২.১৫ টাকা থেকে বেড়ে ৩২৬.১৫ টাকায় পৌঁছে গিয়েছে। আরহাম টেকনোলজিস ৫৪.২৪% রিটার্ন দিয়েছে। রেফেক্স ইন্ডাস্ট্রিজ এই একই সময়ের মধ্যে ৪৫.১৭% রিটার্ন দিয়েছে। আরও পড়ুন: আদানি তদন্তের জন্য আরও ৬ মাস চাই, সুপ্রিম কোর্টে আর্জি SEBI-র
বিঃ দ্রঃ - শেয়ার বাজার সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার বিশ্লেষণ মাত্র। এগুলি বিনিয়োগের সুপারিশ নয়। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। স্টক কেনার আগে বাজার ঝুঁকি অবশ্যই পর্যালোচনা করুন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup