ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করে গুলি চালানোর ঘটনাকে ঘিরে কার্যত গোটা বিশ্বজুড়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এফবিআই ২০ বছর বয়সি থমাস ম্যাথিউ ক্রুকসকে এই ঘটনায় প্রধান সন্দেহভাজন বলে চিহ্নিত করেছে। সে পেনসিভানিয়ার বেথেল পার্ক এলাকায় থাকত। মনে করা হচ্ছে ওই যুবক ট্রাম্পকে নিশানা করে গুলি চালিয়েছিল। তবে তাকে নিকেশ করা হয়েছে।
সিক্রেট সার্ভিসের আধিকারিকরা দ্রুত ওই যুবককে গুলি করে। ট্রাম্পের কানের পাশ দিয়ে গুলি চলে যায়। একজন দর্শক মারা গিয়েছেন। অপর একজন আহত হয়েছেন। এফবিআই দেখছে কেন ট্রাম্পকে নিশানা করে গুলি চালানো হয়েছিল।
এদিকে এনডিটিভির প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে যে ওই যুবক একজন রিপাবলিকান ছিলেন। ক্রুকস সামনের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতেন। যেখানে এই ঘটনা হয়েছে সেখান থেকে প্রায় ঘণ্টা খানেকের রাস্তার পরেই সে থাকত।
এদিকে ক্রুকসের বয়স যখন ১৭ বছর তখন সে অ্যাক্ট ব্লু নামে একটি সংগঠনকে ১৫ ডলার অনুদান দিয়েছিল। এই সংগঠন ডেমোক্র্যাটিকদের জন্য চাঁদা তোলে। তবে রয়টার্স এনিয়ে ওই গ্রুপের কাছে জানতে চেয়েছিল। কিন্তু তারা কিছু বলতে চায়নি।
ক্রুকসের বাবা ম্যাথিউ ক্রুকস জানিয়েছেন সিএনএনকে যে কেন এই ঘটনা হল তা তিনি জানার চেষ্টা করছেন। ছেলের সম্পর্কে তিনি পুলিশের কাছ থেকে জানার জন্য অপেক্ষা করছেন।
থমাস ক্রুকস ২০২২ সালে বেথেল পার্ক হাইস্কুল থেকে গ্র্যাজুয়েট হয়েছিলেন। পিটসবার্গ ট্রিবিউনের রিভিউতে তেমনটাই উল্লেখ করা হয়েছে। ন্যাশানাল ম্যাথ অ্যান্ড সায়েন্স ইনিসিয়েটিভে তিনি ৫০০ ডলার স্টার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে তেমনটাই জানা গিয়েছে।
২০২২ সালের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের একটি ভিডিয়ো সামনে এসেছে। নিউ ইয়র্ক টাইসমের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে ওই ছাত্র হাইস্কুলের ডিপ্লোমা নিচ্ছে। অনেকেই সেই সময় তার প্রশংসা করে। স্কুলের আধিকারিকদের সঙ্গে সেই সময় ছবিও তোলে সে। তবে রয়টার্স সেই ভিডিয়োর সত্যতা যাচাই করতে পারেনি। এদিকে পুলিশ জানিয়েছে, ক্রুকস কোনও পরিচয়পত্র নিয়ে আসেনি। অন্যভাবে তার দেহ শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
কেভিন রোজেক এফবিআইয়ের স্পেশাল এজেন্ট ইন চার্জ একটি প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, আমরা তার ছবি পরীক্ষা করে দেখছি। আমরা ডিএনএ পরীক্ষা করব। তার বায়োমেট্রিক পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
ইউএসএ টুডের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে একাধিক গাড়ি দাঁড়িয়েছিল ওই থমাসের বাড়ির সামনে।