কয়েকদিন আগেই মহারাষ্ট্রের এনসিপি বিধায়ক বাবা সিদ্দিকিকে নৃশংস ভাবে খুন করেছিল বন্দুকবাজ দুষ্কৃতীরা। পরে লরেন্স বিষ্ণোই গ্যাং সেই হামলার দায় স্বীকার করে। সেই বাবা সিদ্দিকির মতো পরিণতি করার হুমকি দিয়ে এবার মেসেজ গেল যোগী আদিত্যনাথকে উদ্দেশ্য করে। জানা গিয়েছে, মুম্বই ট্রাফিক পুলিশকে সেই হুমকি বার্তা পাঠানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী, মুম্বই ট্রাফিক পুলিশকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে বলা হয়েছে, ১০ দিনের মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা না দিলে যোগী আদিত্যনাথকে বাবা সিদ্দিকির মতো হত্যা করা হবে। (আরও পড়ুন: সন্ত্রাসবাদ নিয়ে বই লিখেছে উড়ানে বোমাতঙ্ক ছড়ানো জগদীশ,চেয়েছিল PMO-র 'আশীর্বাদ')
আরও পড়ুন: ৭২০০ কোটির দেনার বোঝায় আঁধারে ডুববে বাংলাদেশ? ১০০% বিদ্যুৎ বন্ধের বার্তা আদানির
আরও পড়ুন: 'কি কিউট...', রাজ্যের বেতন ও ডিএ বৃদ্ধি হলেও ঠকেছেন সরকারি কর্মীরা?
আরও পড়ুন: আবেদনকারী ৭ লাখ, WBPSC ক্লার্কের পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন এখানে
জানা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য যোগী আদিত্যনাথ মহারাষ্ট্রে যেতে পারেন। এই আবহে শনিবার সন্ধ্যায় ট্রাফিক কন্ট্রোল সেলের কাছে এহেন বার্তা আসায় সতর্ক হয়েছে কর্তৃপক্ষ এবং প্রশাসন। এই আবহে সেই বার্তা প্রেরকের অনুসন্ধান শুরু করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি মুম্বইতে আততায়ীদের গুলিতে খুন হন বাবা সিদ্দিকি। সলমন খানকেও সম্প্রতি বাবা সিদ্দিকির পরিণতি করে দেওয়ার হুমকি দিয়ে বার্তা পাঠানো হয়েছিল। যদিও সেই ক্ষেত্রে পরে আবার প্রেরক ক্ষমা চেয়ে নেয়। (আরও পড়ুন: বনগাঁয় বিসর্জনের সময় শ্লীলতাহানি কাণ্ডে ধৃত লাল্টু কি সত্যি TMCP নেতা?)
আরও পড়ুন: ৩ কি ৪% নয়, ভাতা বাড়ল ৭ গুণ! পকেট ভারী হবে বাংলার কোন সরকারি কর্মীদের?
আরও পড়ুন: গোষ্ঠীকোন্দলে জেরবার তৃণমূল, আক্রান্ত একের পর এক MLA, 'ড্যামেজ কন্ট্রোলে' কুণাল
আরও পড়ুন: 'মমতার ভোটব্যাঙ্কে' থাবা বসাতে অঙ্ক কষলেন শুভেন্দু, উপনির্বাচনেই ফর্মুলা প্রয়োগ?
এর আগে গত ১২ অক্টোবর ছেলে জিশানের অফিসের বাইরে দুষ্কৃতীদের গুলিতে খুন করা হয় বাবা সিদ্দিকিকে। তিনজন আততায়ী এসে বাবা সিদ্দিকির ওপর হামলা চালিয়েছিল। সেই হামলার ঘটনায় লরেন্স বিশ্নোই গ্যাংয়ের নাম উঠে আসে। তদন্তকারীদের দাবি, হামলার নেপথ্যে ছিলেন লরেন্সের ভাই অনমোল। জানা যায়, এর আগে ১০ বার চেষ্টা করা হয়েছিল বাবা সিদ্দিকিকে খুন করার। ১১তম চেষ্টায় খুন করা হয়েছিল বিধায়ককে। এরপর থেকে সলমন খানের নিরাপত্তা বাড়ানো হয়। এই আবহে এবার যোগী আদিত্যনাথের নামে হুমকি বার্তা দেওয়ার নেপথ্যে কে আছে, তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। ওদিকে সিদ্দিকি খুনের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতারির সংখ্যা ১৯।