শেখ হাসিনাকে হত্যার হুমকি- বিক্ষোভ কর্মসূচি পালন করবে আওয়ামি লিগ
1 মিনিটে পড়ুন . Updated: 04 Jun 2022, 10:36 AM IST- জানুন পরিকল্পনার বিস্তারিত চিত্রপট।
সম্প্রতি বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনের হুমকি দেওয়ার প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামি লিগ।
এই প্রতিবাদের অংশ হিসেবে বাংলাদেশের রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা শহরে দক্ষিণ স্বেচ্ছাসেবক লিগ ও জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষক লিগ প্রতিবাদ সংগঠিত করবে।শুক্রবার বিকেলে সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতির মাধ্যমে দক্ষিণ স্বেচ্ছাসেবক লিগ জানিয়েছে, শনিবার বেলা ১১টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এতে অংশ গ্রহণ করবেন, বাংলাদেশ আওয়ামি লিগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম সহ অন্যান্যরা।
এই একই ইস্যুতে সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করবে কৃষক লিগ। এই সমাবেশে আওয়ামী লিগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেনসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।
প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করবেন কৃষক লিগের সভাপতি সমীর চন্দ্র। সংগঠনের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি থাকবেন সঞ্চালনার দায়িত্বে।
গত ৩১মে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের বৈঠকে এই প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।