সম্প্রতি এক ওটিটি মাধ্যমে ডকুমেন্টারি সিরিজের হাজির হয়েছিলেন ব্রিটেনের রাজ পরিবারের সদস্য প্রিন্স হ্যারি। সেখানেই পরিবারের বিরুদ্ধে মারাত্মক সব তোপ দেগেছেন তিনি।
মেগান মার্কেলকে বিয়ে করার পর থেকেই এবং সেই বিষয়টি নিয়েই পরিবারের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছিল হ্যারির। তার পর থেকেই তাঁর সঙ্গে পরিবারের নানা বিষয় নিয়ে টানাপোড়েন চলছে। হালে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরেও সেই ক্ষতে প্রলেপ তো পড়েইনি, বরং সম্পর্কে দূরত্ব আরও বেড়েছে। তার মধ্যে উঠে এল আবার নতুন বিতর্ক।
রাজ পরিবারের বিরুদ্ধে এবার প্রকাশ্যেই তিনটি মারাত্মক অভিযোগ করলেন প্রিন্স হ্যারি। কী কী বলেছেন তিনি?
মেগান মার্কেলকে আগলে রাখেনি পরিবার:
তাঁর অভিযোগ, অন্যদের যেভাবে পরিবার আগলে রাখে, সংবাদমাধ্যম থেকে সুরক্ষা দেয়, মেগানের ক্ষেত্রে তা হয়নি। তিনি নাকি এই বিষয়টি নিয়ে সরবও হয়েছিলেন। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। তাঁর দাবি, এটির পিছনে বর্ণবৈষম্যের মতো কারণ থাকতে পারে।
বাবা সঙ্গে দেননি:
এর পাশাপাশি চার্লসের বিরুদ্ধেও অভিযোগ করেছেন হ্যারি। বলছেন, ছোট থেকেই বাবার সঙ্গে পাননি। বাড়িতে তাঁর যতটা সময় কেটেছে, তার চেয়ে বেশি সময় কেটেছে বৎসোয়ানায়। ফলে আফ্রিকার প্রতি তাঁর ভালোবাসার জায়গা তৈরি হয়ে গিয়েছে। আর তাতেই দূরত্ব বেড়েছে পরিবারের সঙ্গে।
মতের অমতে স্ত্রী নির্বাচন:
পরিবারের পুরুষদের বিরুদ্ধেও অভিযোগের আঙুল তুলেছেন তিনি। বলেছেন, তাঁরা অনেক সময়েই নিজেদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে, শুধুমাত্র পরিবারের সম্মান রক্ষার্থে বিয়ে করেন। এমন কাউকে স্ত্রী হিসাবে বেছে নেন, যাঁদের সঙ্গে কোনও মনের মিলই নেই। অনেকেই মনে করছেন, এক্ষেত্রে তাঁর আক্রমণের লক্ষ্যে রয়েছেন তাঁর দাদা উইলিয়ামও।