বাংলা নিউজ > ঘরে বাইরে > Billdesk বিক্রি করে ৩,৫০০ কোটি টাকা করে পেলেন ৩ IIM স্নাতক

Billdesk বিক্রি করে ৩,৫০০ কোটি টাকা করে পেলেন ৩ IIM স্নাতক

ফাইল ছবি : মিন্ট (MINT_PRINT)

ভারতের অন্যতম সফল এই ডিজিটাল পেমেন্ট মাধ্যমের পেছনে ছিলেন তিন IIM স্নাতক।

পেমেন্ট স্টার্টআপ বিক্রি করে ৩,৫০০ কোটি টাকা করে পেলেন তিন IIM স্নাতক। প্রায় ৪.৭ বিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হল বিলডেস্ক। ভারতের অন্যতম সফল এই ডিজিটাল পেমেন্ট মাধ্যমের পিছনে ছিলেন তিন IIM স্নাতক।

প্রায় ২১ বছর আগে ২০০০ সালের ১ জানুয়ারি চাকরি ছেড়ে দিয়ে নিজেদের এই স্টার্টআপ শুরু করেন এমএন শ্রীনিবাসু, অজয় ​​কৌশল এবং কার্তিক গণপতি। অল্প সময়েই তুমুল সফল হয় তাঁদের উদ্যোগ। শ্রীনিবাসু এবং অজয় ​​কৌশলের বয়স ৫৩। অন্যদিকে কার্তিক গণপতির বয়স ৫০।

শুরুর দিনে ব্যাঙ্ক অফ বরোদা এবং SIDBI থেকে ঋণ হিসাবে মূলধন সাহায্য পেয়েছিল তাঁদের সংস্থা। রাষ্ট্রায়ত্ত্ব দুই প্রতিষ্ঠানই যে ভুল স্থানে বিনিয়োগ করেনি, তারই প্রমাণ দিয়েছেন তাঁরা। বিলডেস্কের সিংহভাগ অংশীদারিত্ব কিনেছে Prosus NV নামের এক সংস্থা। তিনজন প্রতিষ্ঠাতাই তাঁদের মালিকানার সম্পূর্ণ শেয়ার বিক্রি করে দিয়েছেন।

বন্ধ করুন