শ্রুতি তোমার
ঠেলাগাড়িতে চাপিয়ে বৃদ্ধকে হাসপাতালে নিয়ে গিয়েছিল এক পরিবার। সেই ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে এনেছিলেন তিন সাংবাদিক। এবার সেই সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করল পুলিশ। ভূপালের ঘটনা। কুঞ্জবিহারী কৌরব, এনকে ভাতেলে ও অনিল ভার্মা নামে তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
একাধিক জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমে সংবাদদাতা হিসাবে কর্মরত ওই সাংবাদিকরা। তাদের বিরুদ্ধে ৪২০ ও ৫০৫(২) ধারায় মামলা করা হয়েছে। জাতিগত ঘৃণা ছড়ানো হচ্ছে বা শত্রুতা ছড়ানো হচ্ছে এই অভিযোগ তুলে মামলা করা হয়েছে। ভিন্দের পুলিশ সুপার শৈলেন্দ্র চৌহান একথা জানিয়েছেন।
কিন্তু সাংবাদিকরা ঠিক কোন ছবিকে সামনে এনেছিলেন?
সূত্রের খবর, দাবো গ্রামের বাসিন্দা গয়ারাস প্রসাদ বিশ্বকর্মাকে তাঁর পুত্র হরিকিষান বিশ্বকর্মা ঠেলাগাড়িতে চাপিয়ে হাসপাতালে নিয়ে যান। অ্যাম্বুল্যান্স না পাওয়ায় এভাবে বাবাকে ৫ কিমি দূরের হাসপাতালে নিয়ে গিয়েছিলেন পুত্র এমনটাই দাবি করা হয়। সেই পরিবার সরকারি পরিষেবার সুবিধা পান না বলেও দাবি করা হয়েছে।
এরপর জেলা কালেক্টর সতীশ কুমার তদন্তের নির্দেশ দেন। তদন্তে দেখা যায়, ওই পরিবার অ্যাম্বুল্যান্সের সঙ্গে যোগাযোগই করেনি। ওই পরিবার সরকারি সব সুবিধাও পান। তবে এনিয়ে কাউকে গ্রেফতার করা হয়নি।