লন্ডন ব্রিজে ছুরি নিয়ে জঙ্গি হানায় অন্তত তিন জন নিরীহ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। পুলিশের গুলিতে মারা গিয়েছে জঙ্গিও। প্রাথমিক তদন্তে প্রকাশ, এর আগেও সন্ত্রাস সম্বন্ধীয় অভিযোগে জেলে ছিল অভিযুক্ত উসমান খান। গত বছর জেল থেকে ছাড়া পায় সে। সাধারণ নির্বাচনের দুই সপ্তাহ আগে এই সন্ত্রাসবাদী হানা ঘটল ব্রিটেনে। সাময়িক ভাবে স্থগিত আছে প্রচারপর্ব। তবে এটি যে আগামী কয়েকদিনে ভোট বড় ইস্যু হতে চলেছে, তা বলাই যায়। এর আগে দু'বছরে লন্ডন ব্রিজেই জঙ্গিহানায় আটজন প্রাণ হারিয়েছিলেন।
সন্ত্রাসবাদ বিরোধী ইউনিটের প্রধান নীল বসু জানিয়েছেন যে ২০১২ থেকেই তাদের রাডারে ছিল ২৮ বছর বয়সী উসমান খান। গত বছর জেল থেকে ছাড়া পায় উসমান। সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষেরা জীবনের ঝুঁকি নিয়ে উসমানকে নিরস্ত্র করার চেষ্টা করেছিলেন। তারপর পুলিশ এসে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। যদিও তার মধ্যেই পাঁচ ব্যক্তিকে ছুরি দিয়ে আক্রমণ করে সে। এরমধ্যে প্রাণ হারিয়েছে তিন জন। নকল সুইসাইড ভেস্ট পরেছিল উসমান বলে জানা গিয়েছে।
প্রধানমন্ত্রী বরিস জনসন জানান যে তিনি সবসময়েই বলেছেন যে যাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আছে, তাদের কোনও মতেই জেল থেকে আগে ছাড়া উচিত নয়। ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠনগুলির সঙ্গে উসমানের যোগ আছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।
চলতি মাসেই ব্রিটেন সন্ত্রাসবাদী হানা হওয়ার সম্ভাবনা Severe থেকে Substantial করেছিল। কিন্তু সেই হিসাব যে ভুল ছিল, এদিন তা প্রমাণ হয়ে গেল।