বাংলাদেশের জাতীয় দিবসে 'জয় বাংলা', 'জয় বঙ্গবন্ধু' স্লোগান তোলার 'অপরাধে' তিন ব্যক্তিকে আটক করল পুলিশ। যদিও বাংলাদেশি বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ওই তিনজনকে আমজনতাই পাকড়াও করে এবং পুলিশের হাতে তুলে দেয়।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, এদিন (বুধবার - ২৬ মার্চ, ২০২৫) 'মহান স্বাধীনতা দিবস' উপলক্ষে বহু মানুষ সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে শ্রদ্ধাজ্ঞাপন করে যান। তাঁদের মধ্য়ে 'মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড' নামে একটি সংগঠনের সদস্যরাও ছিলেন। তাঁদের হাতে ধরা ছিল সংগঠনের পতাকা। এদিন বেলা ১১টা নাগাদ নাগাদ তাঁরা জাতীয় স্মৃতিসৌধে পৌঁছন এবং শহিদদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, এই সময়েই ওই সংগঠনের সদস্যরা নানা স্লোগান তুলতে শুরু করেন। যা সেখানে উপস্থিত সকলের নজর কাড়ে। সেইসব স্লোগানের মধ্যে ছিল - জাতির পিতা শেখ মুজিব, লও লও লও সালাম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি - প্রভৃতি। এইসব স্লোগান দিতে দিতেই তাঁরা স্মৃতিসৌধের বেদির সামনে থেকে ওই চত্বরের ফটকের দিকে এগিয়ে যেতে থাকেন।
বাংলাদেশি সংবাদমাধ্যমে এ নিয়ে একাধিক তথ্য তুলে ধরা হয়েছে। যেমন - কোথাও বলা হচ্ছে, এই সময় সেখানে উপস্থিত জনতা তেড়ে আসে এবং তাদের তাড়া খেয়ে ওই সংগঠনের কর্মীরা পালিয়ে যান। যদিও তিনজন জনতার হাতে ধরা পড়ে যান। তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
অন্য একটি দাবি হল, এই সব স্লোগান শুনে ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরাই নাকি প্রথমে তেড়ে আসেন। সেই সময় সংশ্লিষ্ট সংগঠনের কর্মী ও নেতারা যে যেদিকে পারেন, দৌড় দেন। তাঁদের মধ্যে কয়েকজন মূল ফটক দিয়ে বেরোতে গেলে জনতা তাঁদের আটকায়। দুই পক্ষের মধ্যে বচসা ও মারপিট হয়। সেখানে উপস্থিত সাংবাদিকরাও নাকি এই ঝামেলা থামানোর চেষ্টা করেন। পরে এই ঘটনায় ওই সংগঠনের তিন সদস্যকে আটক করে আশুলিয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিনের এই ঘটনায় যাঁরা আটক হয়েছেন, তাঁরা হলেন - মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম লিগের মহাসচিব সেলিম রেজা (৪৭), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম লিগের সদস্য মহম্মদ শহিদুল ইসলাম (৫০) ও আশুলিয়ার গাজির চট শের আলি এলাকার সোহেল পারভেজ (৪১)।