বাংলা নিউজ > ঘরে বাইরে > Tightened rules for Airlines: ‘চেকআপ’ করবেন বিশেষ লাইসেন্সপ্রাপ্ত ইঞ্জিনিয়ার, তবেই উড়তে পারবে বিমান: DGCA

Tightened rules for Airlines: ‘চেকআপ’ করবেন বিশেষ লাইসেন্সপ্রাপ্ত ইঞ্জিনিয়ার, তবেই উড়তে পারবে বিমান: DGCA

Tightened rules for Airlines: ‘চেকআপ’ করবেন বিশেষ লাইসেন্সপ্রাপ্ত ইঞ্জিনিয়ার, তবেই উড়তে পারবে বিমান, নির্দেশ DGCA-র। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

Tightened rules for Airlines: সম্প্রতি একাধিক উড়ান সংস্থার একাধিক বিমানে যান্ত্রিক গোলযোগের খবর সামনে আসছিল। সেই পরিস্থিতিতে যাত্রীসুরক্ষা নিশ্চিত করতে 'রোগ' ধরতে পদক্ষেপ করা হয়।

পরপর বিমানে যান্ত্রিক গোলযোগের জেরে আরও কঠোর হল কেন্দ্র। সোমবার ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) তরফে জানানো হয়েছে, উড়ানের আগে প্রতিটি বিমানের স্বাস্থ্য পরীক্ষা করবেন নির্দিষ্ট মাপকাঠির লাইসেন্স থাকা কর্মীরা। তাঁদের ছাড়পত্র পেলে তবেই উড়তে পারবে কোনও বিমান।

সম্প্রতি একাধিক উড়ান সংস্থার একাধিক বিমানে যান্ত্রিক গোলযোগের খবর সামনে আসছিল। সেই পরিস্থিতিতে যাত্রীসুরক্ষা নিশ্চিত করতে ভারতের অসামরিক বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থার তরফে 'স্পটচেক' চালানো হয়েছিল। তাতে তিনটি সমস্যা ধরা পড়ে। সেই 'রোগ' নির্ধারণ করেই কড়া ওষুধের পথে হেঁটেছে ডিজিসিএ। 

সোমবার ডিজিসিএয়ের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র এ১/এ২ ক্যাটেগরির লাইসেন্স থাকা বিমান রক্ষণাবেক্ষণকারী ইঞ্জিনিয়ারের ছাড়পত্র পাওয়ার পরই কোনও বিমান উড়তে পারে। অর্থাৎ উড়ানের আগে প্রতিটি বিমানকে ছাড়পত্র দেবেন এ১/এ২ ক্যাটেগরির লাইসেন্স থাকা বিমান রক্ষণাবেক্ষণকারী ইঞ্জিনিয়ার। তাঁর সবুজ সংকেত ছাড়া কোনও বিমান যাত্রা শুরু করতে পারবে না।

আরও পডৃ়ুন: Flight Problems: উড়ান বিপত্তি কাটছে না! অবতরণের পর ইঞ্জিন বিকল ভিসতারার বিমানের, ধোঁয়া ইন্ডিগোয়

ডিজিসিএ স্পষ্টভাবে জানিয়েছে, বিভিন্ন সংস্থা 'এ' ক্যাটেগরির লাইসেন্সপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের দিয়ে যে কাজ চালাচ্ছে, সেই বিষয়টি সামনে এসেছে। যা বিমান পরিবহণের নিয়ম লঙ্ঘন করছে। শীঘ্রই উড়ান সংস্থাগুলিকে বিমানবন্দরে উপযুক্ত লাইসেন্সপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের পাঠাতে হবে। যে নির্দেশিকা আগামী ২৮ জুলাইয়ের মেনে চলতে হবে বলে জানানো হয়েছে।

বিষয়টি নিয়ে একঅসামরিক বিমান পরিবহণ বিশেষজ্ঞ জানিয়েছেন, ডিজিসিএ নির্দেশিকায় স্বীকার করে নেওয়া হল যে উড়ান সংস্থাগুলি নিয়ম না মেনেই 'এ' ক্যাটেগরির লাইসেন্সপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের দিয়ে কাজ চালাচ্ছে। যা বিমান পরিবহণের নিয়মে নেই। পরপর যান্ত্রিক গোলযোগের পর অবশেষে টনক নড়েছে অসামরিক বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থার। সেজন্য যে নিয়ম আছে, তা সঠিকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পডৃ়ুন: Indigo Flight Karachi Landing: যান্ত্রিক ত্রুটির জের, করাচিতে অবতরণ হায়দরাবাদগামী ইন্ডিগোর বিমানের

তারইমধ্যে বিশেষজ্ঞদের বক্তব্য, অনেকটা দেরিতে সেই নির্দেশ দিয়েছে ডিজিসিএ। যে নির্দেশ কতটা কার্যকর হবে, তা নিয়ে ধন্দে আছেন ওই বিশেষজ্ঞ। তাঁর মতে, নিয়মিত নজরদারি না চালাল কোনও লাভ হবে না। আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে।

ঘরে বাইরে খবর

Latest News

Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করল তৃণমূল কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলার শাস্তি? সুপ্রিয়াকে লোকসভা ভোটের টিকিট দিল না কংগ্রেস! লোকসভা ভোটে বহরমপুরে বাজিমাত করতে পারে BJP, হারতে পারেন দিলীপ, মহুয়া: সমীক্ষা আসন্ন নতুন বাংলা বছর ১৪৩০, নাকি ১৪৩১? পয়লা বৈশাখ কবে? রইল নববর্ষের খুঁটিনাটি কাকলির প্রচারে ‘থিম সং’, বানালো তৃণমূল ছাত্র পরিষদ আগে শুধু লেগে মারতাম তারপর...-কীভাবে বোলারদের ত্রাস হয়ে উঠেছেন, জানালেন হেড কিলো কিলো সোনা গায়ে পরতেন ‘বাপ্পিদা’, সেই সমস্ত গয়না এখন কার কাছে আছে জানেন খুঁজে বার করতে হয় ডিম! ইস্টার পালনের নানা অজানা নিয়ম ও তাৎপর্য অনেকেই জানেন না

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.