বাংলা নিউজ > ঘরে বাইরে > বনদফতরের গুলিতে মৃত্যু বাঘিনীর, দায়ের হল অভিযোগ, ময়নাতদন্তে কী দেখা গেল?

বনদফতরের গুলিতে মৃত্যু বাঘিনীর, দায়ের হল অভিযোগ, ময়নাতদন্তে কী দেখা গেল?

বাঘিনীকে গুলি করে হত্য়ার অভিয়োগ। প্রতীকী ছবি (PTI Photo) (PTI)

বাঘিনীর বয়স ৮-১০ বছর। সোমবার রাতে এটি জঙ্গল সংলগ্ন বাজারে ঢুকে পড়েছিল। এরপরই বনদফতর ঘটনাস্থলে যায়। এরপর বাঘিনীর ময়নাতদন্তে দেখা যায় অতিরিক্ত রক্তপাতে তার মৃত্যু হয়। তবে বাঘিনীর পাকস্থলীতে একটি সজারুর কাঁটা আটকে ছিল।

অমিত বাথলা

আলমোরা জেলার মারচুলা মার্কেটে একটি বাঘিনী ঢুকে পড়েছিল। আর সেই সময় গুলি চালিয়েছিলেন এক বনরক্ষী। এরপর বাঘিনীর মৃত্যু হয়।অভিযোগ এমনটাই। এবার সেই বনরক্ষীর বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ প্রটেকশন অ্য়াক্ট অনুসারে অভিযোগ দায়ের করেছে করবেট টাইগার রিজার্ভ প্রশাসন।

বনদফতরের দাবি, মণ্ডল রেঞ্জের বনরক্ষী ধীরজ সিং ভয় দেখানোর জন্য দু রাউন্ড গুলি ছুঁড়েছিলেন। কিন্তু একটি গুলি বাঘের উরুতে গিয়ে লাগে। এদিকে করবেট টাইগার রিজার্ভের ডিরেক্টর ধীরজ পাণ্ডে জানিয়েছেন, ওই বাঘিনীটা কিছুটা হিংস্র হয়ে গিয়েছিল। বনদফতর প্রথমে শূন্য়ে ৯ রাউন্ড গুলি চালায়। বনের দিকে বাঘটিকে নিয়ে যাওয়ার জন্য় এটা করা হয়েছিল। তবে বাঘিনীটা উলটে বাড়ির দিকে চলে আসছিল। তবে বাঘিনীটা কাউকে কামড়ায়নি বা হামলা চালায়নি।

কিন্তু কেন গুলি চালালেন বনরক্ষী? বনদফতরের দাবি, প্রচুর লোক ছাদে দাঁড়িয়ে ছিলেন। সেকারণে শূন্যে গুলি চালানো যাচ্ছিল না। মানুষের সুরক্ষার জন্য়ই দুটি গুলি মাটির দিকে চালানো হয়েছিল। আর তখনই বাঘের উরুতে গুলি লাগে। তারপর তার মৃত্যু হয়।

রামনগরের ওয়াইল্ডলাইফ অ্য়াক্টিভিস্ট এজি আনসারি জানিয়েছেন, এই ধরনের ঘটনা ভাবা যায় না। ভিডিয়োতে পরিষ্কার দেখা যাচ্ছে বাঘটিকে নিশানা করে গুলি করা হচ্ছে। বনদফতর কুইক রেসপন্স টিম দিয়ে, ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে বাঘটিকে মোকাবিলা করতে পারত।

এদিকে বাঘিনীর বয়স ৮-১০ বছর। সোমবার রাতে এটি জঙ্গল সংলগ্ন বাজারে ঢুকে পড়েছিল। এরপরই বনদফতর ঘটনাস্থলে যায়। এরপর বাঘিনীর ময়নাতদন্তে দেখা যায় অতিরিক্ত রক্তপাতে তার মৃত্যু হয়। তবে বাঘিনীর পাকস্থলীতে একটি সজারুর কাঁটা আটকে ছিল।

 

বন্ধ করুন