দিল্লির হাওয়া ঘুরতে শুরু করেছে। গেরুয়ার দিকে পাল্লা ক্রমশ বাড়ছে। আপ শিবিরে হতাশার ছবি। একাধিক আসনে পিছিয়ে রয়েছে আপের হেভিওয়েট প্রার্থীরা। সেই পরিস্থিতিতে এবার মুখ খুললেন প্রাক্তন আইপিএস কিরণ বেদী। পুদুচেরির প্রাক্তন লেফ্টনেন্ট গভর্নর কিরণ বেদী। তিনি এক্স হ্যান্ডেলে এনিয়ে মুখ খুলেছেন।
কিরণ বেদী লিখেছেন, 'দিল্লি এবার ঢেলে ভোট দিয়েছে। যমুনা এবার সবরমতীর মতো হতে পারে। মিস্টার গডকড়ি যমুনাকে যাত্রী পরিবহণের জন্য় ব্যবহার করতে পারেন। এটা প্রত্যাশা করতে পারি। যমুনাতে যাতে নিকাশিগুলি না যায় সেটা দেখার জন্য ত্রুটিযুক্ত এসটিপি ফের কার্যকরী হতে পারে। বেসরকারি ঠিকাদারদের হয় কাজ করতে হবে নয়তো তাদের চুক্তি হারাতে হতে পারে। আরও হয়তো কিছু হবে। সময়ই সবকিছু বলবে। দিল্লিবাসী উচ্চাভিলাশী থাকবেন।' লিখেছেন কিরণ বেদী।
কিরন বেদীর এই পোস্টের পরে নানা জনে নানা মন্তব্য করেছেন। এক নেটিজেন লিখেছেন, ম্যাডাম আপনাকে দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই। আপনিই একমাত্র দিল্লির মানুষের জীবনযাত্রা বদলাতে পারবেন।
দিল্লি ভোটের একের পর এক আসনের ফল ঘোষণা হতে শুরু করেছে। কার্যত এক্সিট পোলের একাধিক সম্ভাবনা মিলতে শুরু করেছে। তবে অনেকের মতে, ধাপে ধাপে দিল্লি দখলের পথে বিজেপি। অনেকটাই পিছিয়ে রয়েছে আপ।