তামিলনাড়ুর ক্রীড়ামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এম এক স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিনকে উপ মুখ্যমন্ত্রী করা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। এনিয়ে এবার মুখ খুললেন এম কে স্ট্যালিন। সত্যিই ছেলেকে উপ মুখ্যমন্ত্রী করা হবে কিনা সে বিষয়টি স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী বাবা। চেন্নাইতে কোলাথুর নির্বাচনী এলাকায় বিভিন্ন প্রকল্প পরিদর্শন করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্ট্যালিন এই সম্ভাবনা নাকচ করে দেন।
আরও পড়ুন: তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী হতে পারেন স্ট্যালিন পুত্র উদয়নিধি! জোর গুঞ্জন রাজ্যে
কী বলেছেন স্ট্যালিন?
উদয়নিধিকে উপ মুখ্যমন্ত্রী করার বিষয়ে এদিন স্ট্যালিনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তাঁকে উপমুখ্যমন্ত্রী পদে উন্নীত করার জোরদার দাবি উঠেছে। তবে এখনও তাঁকে উপ মুখ্যমন্ত্রী করার সময় আসেনি।’ সম্প্রতি, ডিএমকে-র মধ্যে আলোচনা হয়েছিল যে উদয়নিধিকে ডেপুটি করা হবে। কারণ স্ট্যালিন বিনিয়োগ টানতে অগস্টের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন। যদিও উদয়নিধি নিজেই বেশ কয়েকবার স্পষ্ট করেছেন যেসমস্ত মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর ডেপুটি ছিলেন এবং তাঁদের পদোন্নতির সিদ্ধান্ত তাঁর বাবার ছিল।
প্রশাসন এবং ডিএমকে দলে সেকেন্ড-ইন-কমান্ড হিসাবে উদয়নিধির উন্নীত হওয়ার আলোচনা ২০২৩ সালের প্রথম দিকে শুরু হয়েছিল। তাঁকে ক্রীড়ামন্ত্রী করার কয়েক মাস পরে এনিয়ে জল্পনা শুরু হয়েছিল। বিনিয়োগকারীদের টানতে এই বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে স্ট্যালিনের স্পেন ভ্রমণের আগে বেশ জোর জল্পনা শুরু হয়েছিল। ডিএমকে সূত্র তখন স্পষ্ট করেছিল যে উদয়নিধিকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ডেপুটি করা হবে না। নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে ডিএমকে এবং ইন্ডিয়া জোট তামিলনাড়ু এবং পুদুচেরির সমস্ত ৪০ টি আসনে জয়ী হওয়ার পরে তাঁকে ফের ডেপুটি করার জন্য দলের মধ্যে দাবি আবার জোরদার হয়।
উদয়নিধির মন্ত্রিসভার প্রবীণ সহকর্মীরা এবিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকলেও তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী আনবিল মহেশ পয়্যামোঝি এবং শিল্পমন্ত্রী টিআরবি রাজার মতো সহকর্মীরা উদয়নিধিকে উপ মুখ্যমন্ত্রী হিসেবে দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন। দলীয় সূত্র বলছে, প্রবীণ মন্ত্রীরাও তাতে সহমত জানিয়েছেন। তবে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন।বেশ কিছু ডিএমকে সাংসদ লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর উদয়নিধিকে তাদের ভবিষ্যত বলে প্রশংসা করেছেন।