বাংলা নিউজ > ঘরে বাইরে > Demolition order: পাকিস্তান থেকে আসা হিন্দুদের অস্থায়ী বাসস্থান ভাঙার নির্দেশ রাজস্থানে, মন্ত্রীর ক্ষোভে আইএএস টিনা দাবি

Demolition order: পাকিস্তান থেকে আসা হিন্দুদের অস্থায়ী বাসস্থান ভাঙার নির্দেশ রাজস্থানে, মন্ত্রীর ক্ষোভে আইএএস টিনা দাবি

টিনা দাবি।

রাজস্থানের মন্ত্রী প্রতাপ কাচারিয়াওয়াস সাফ জানিয়েছেন, প্রশাসনকে এই কাজের জন্য জবাব দিতে হবে। তিনি বলছেন, ‘অফিশিয়ালরা যে ভুল করেছেন, তার জবাব তাঁদের দিতে হবে।'

রাজস্থানের জয়শলমিরের অমরনগর গ্রামপঞ্চায়েতের অন্তর্গত একটি অস্থায়ী বাসস্থান ভেঙে ফেলার নির্দেশ সদ্য দিয়েছিলেন ২০১৬ সালের আইএএস তথা জয়শলমিরের জেলা কালেক্টর টিনা দাবি। সূত্রের দাবি, এই ইস্যুতে তাঁর বিরুদ্ধে বড় ব্যবস্থা নিতে পারে রাজস্থান সরকার। 

উল্লেখ্য, পাকিস্তান থেকে আসা হিন্দুরা ওই অস্থায়ী বাসস্থানে থাকছিলেন। তবে তারপরই জেলা কালেক্টর টিনা দাবির নির্দেশে সেই বাসস্থানে চলে বুলডোজার। সেই সময় টিনা সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এই উচ্ছেদের পর বাসিন্দাদের একটি আশ্রয়স্থলে রাখা হবে, যতক্ষণ না তাঁদের নামে বৈধ জমি নির্ধারিত হচ্ছে। তবে এই বুলডোজার চালিয়ে বাসস্থান ভাঙাই কাল ডেকে এনেছে টিনা দাবির বিরুদ্ধে। রাজস্থানের মন্ত্রী প্রতাপ কাচারিয়াওয়াস সাফ জানিয়েছেন, প্রশাসনকে এই কাজের জন্য জবাব দিতে হবে। তিনি বলছেন, ‘অফিশিয়ালরা যে ভুল করেছেন, তার জবাব তাঁদের দিতে হবে। কেউ তাঁদের উচ্ছেদ করতে পারেন না যতক্ষণ না তাঁদের সঠিক বাসস্থান পাওয়া যাচ্ছে। এটা গুরুতর ইস্যু। এটা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র, কোনও কারণই নেই এটি করার।’ 

( ২০০০ এর নোট বাজার থেকে তুলে নিচ্ছে আরবিআই, বড় ঘোষণা শীর্ষ ব্যাঙ্কের)

এদিকে, এই উচ্ছেদের পরই সেখানে বসবাসকারীরা প্রতিবাদে নামেন। সেই ঘটনা মঙ্গলবারের। মঙ্গলবারই জয়শলমিরের ওই এলাকায় চলে উচ্ছেদের প্রক্রিয়া। এরপর বুধবার টিনা দাবি নিজে সেখানে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন বলে সাংবাদিক সম্মেলনে জানান। টিনা বলেন, ‘আমরা তাঁদের ৫ এপ্রিল একটি নির্দেশ দিয়েছিলাম।আমরা চেষ্টা করেছিলাম তাঁদের বোঝাতে। তবে অনেকেই বুঝতে চাননি। যে জায়গায় তাঁরা থাকছেন, সেই জমি অন্যদের নামে। আমাদের আজও কথা হয়েছে। তাঁদের ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হবে যতক্ষণ না তাঁদের নামে কোনও জমি বৈধভাবে নথিভূক্ত হচ্ছে। ’ তিনি বলছেন, এক সপ্তাহের মধ্যে ‘ আরবান ইমপ্রুভমেন্ট্রা ট্রাস্ট’ ওই বাসিন্দাদের চিহ্নিত করার কাজ করবে বলেও জানান টিনা। তিনি সাফ জানান, যাঁদের নাম নাগরিক হিসাবে নথিভূক্ত হয়েছে, বা যাঁরা নাগরিকত্ব পেয়েছেন, তাঁরাই জমি আপাতত পাবেন। বাকিদের চিহ্নিত করা হবে, চলবে প্রক্রিয়া। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

  

 

 

 

 

 

 

 

বন্ধ করুন