অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে একটি ধর্মীয় অনুষ্ঠানের ফ্রি টিকিটের জন্য শত শত ভক্তের মধ্যে হুড়োহুড়ি লেগেছিল বুধবার। গত সন্ধ্যার এই ঘটনায় পদপিষ্ট হয়ে কমপক্ষে ৬ জন ভক্তের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় আরও অন্তত ৪০ জন আহত হেছেন। এই আবহে তিরুমালা তিরুপতি দেবস্থানমের (টিটিডি) এক আধিকারিক হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, তিরুমালা পাহাড়ের ভগবান ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে বার্ষিক বৈকুণ্ঠ দ্বার দর্শনের টিকিটের জন্য সারা দেশ থেকে বিপুল সংখ্যক ভক্ত জড়ো হয়েছিলেন বুধবার। ১০ জানুয়ারি থেকে বৈকুণ্ঠ দ্বার দর্শনম (মন্দিরের উত্তর প্রবেশদ্বার থেকে দেবতার দর্শন) শুরু হবে ১০ দিনের জন্যে। তবে তার আগে ৯ জানুয়ারি বৈকুণ্ঠ একাদশী উৎসবের দর্শন হওয়ার কথা। এই দর্শনের জন্যেই টিকিট পেতে গিয়ে হুড়োহুড়ি করতে দেখা যায় ভক্তদের। (আরও পড়ুন: মণিপুরে কি সত্যিই স্টারলিঙ্কের যন্ত্র ব্যবহার করা হয়েছিল? তদন্ত শুরু কেন্দ্রের)
আরও পড়ুন: চালের দাম বেড়েছে কেজিতে ৭-১০ টাকা, খিদে মেটাতে ভারতের দিকেই তাকিয়ে বাংলাদেশ
এই আবহে টিটিডি-র নির্বাহী কর্মকর্তা শ্যামলা রাও বলেছেন, 'ঘটনার তদন্ত করা হবে।' এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মন্দির পরিচালনার দায়িত্বে থাকা তিরুমালা তিরুপতি দেবস্থানম ৯ জানুয়ারি বৈকুণ্ঠ একাদশী উৎসবের দর্শন টোকেন বিতরণের জন্য বিশেষ কাউন্টার স্থাপন করেছিল। তিরুপতির বিষ্ণু নিবাসম মন্দিরের কাছে বৈরাগিপতেদার এমজিএম হাইস্কুলে এই টোকেন দেওয়া হচ্ছিল। বুধবার সকাল থেকেই হাজার হাজার ভক্ত কাউন্টারে লাইন দিতে শুরু করেন এবং সন্ধ্যা নাগাদ ভিড় ঠেলাঠেলি ও ধাক্কাধাক্কিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। টিটিডি-র চেয়ারম্যান বিআর নাইডু জানান, এক মহিলা অসুস্থ বোধ করায় তাঁর জন্য গেট খোলা হয়। সেই সময় পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। গেট খুলতেই ভিড় একবারে এগিয়ে যায়, যার ফলে বিশৃঙ্খলা দেখা দেয়। (আরও পড়ুন: গ্রিনল্যান্ড 'কিনতে চান' ডোনাল্ড ট্রাম্প, মার্কিন বিদেশ সচিব বলে দিলেন...)
এদিকে হিন্দুস্তান টাইমসকে আধিকারিকরা জানিয়েছেন, ১০ থেকে ১২ জানুয়ারি বার্ষিক দর্শনের প্রথম তিন দিন ভগবান ভেঙ্কটেশ্বর স্বামীর 'সর্বদর্শন' (বিনামূল্যে দর্শন) করার জন্য টিটিডি ভক্তদের মধ্যে ১২০,০০০ টোকেন বিতরণের ব্যবস্থা করেছিল। কর্মকর্তারা জানিয়েছেন, তিনটি তীর্থস্থান বিষ্ণু নিবাসম, শ্রীনিবাসম এবং ভূদেবী কমপ্লেক্সের ৯৪টি কাউন্টারে টোকেন বিতরণের ব্যবস্থা করা হয়। এবং তিরুপতির সত্যনারায়ণপুরম, বৈরাগিপাতেদা এবং রামানাইডু স্কুলের মতো অন্যান্য জায়গাতেও টোকেন বিতরণের ব্যবস্থা ছিল। এর মধ্যে শ্রীনিবাসমে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং সেখানেই পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটে। (আরও পড়ুন: পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় এবার US সুপ্রিম কোর্টে ট্রাম্প, স্বস্তি কি পাবেন?)
এদিকে তিরুপতিতে ভক্তদের পদপিষ্ট হওয়ার জন্য ক্ষমা চাইল টিটিডি। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পদপিষ্ট হওয়ার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে টিটিডি বোর্ডের সদস্য ভানু প্রকাশ এই ঘটনার জন্য শ্রীবরী (ভেঙ্কটেশ্বর স্বামী) ভক্তদের ক্ষমা চেয়েছেন। তিনি বললেন, কিছু ফাঁকফোকর ছিল এবং এর জন্যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভক্তদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী জানিয়েছেন, রাজ্য সরকার এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব রকম সাহায্য করছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, তিরুপতিতে পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যুর ঘটনায় গভীরভাবে শোকপ্রকাশ করেছেন চন্দ্রবাবু।