দেশের অন্যতম তাবড় শিক্ষা প্রতিষ্ঠান টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়ান্স থেকে ১০০ সদস্যকে ছাঁটাই করা হয়েছে বলে খবর। এই ১০০ জনকে ছাঁটাইয়ের নেপথ্যে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়ান্সের টাকার ফান্ডের কমতি রয়েছে বলে খবর। দ্য ইন্ডিয়ার এক্সপ্রেস-র খবর অনুযায়ী শুক্রবার টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়ান্স-এর চার ক্যাম্পাস থেকে ১০০ এরও বেশি জনকে ছাঁটাই করা হয়েছে। এর জেরে প্রতিষ্ঠানের গুয়াহাটি ক্যাম্পাসে কার্যত শিক্ষাকর্মীদের অর্ধেক শক্তিই প্রায় ছাঁটাইয়ের তালিকায়। অন্যদিকে, ওই ক্যাম্পাসে অশিক্ষক কর্মীদের বড় অংশই এই কোপে পড়েছে।
জানা যাচ্ছে, TISS এর তরফে শুক্রবার প্রতিষ্ঠানের অন্তত ১০০ জন কর্মীকে জানানো হয়েছে যে, ৩০ জুন ২০২৪ পর তাঁদের কন্ট্র্যাক্টের মেয়াদ আর বাড়ানো হবে না। ফলে কর্মহীন হয়ে পড়েন টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়ান্সের অন্তত ১০০ কর্মী। দ্য ইন্ডিয়ার এক্সপ্রেসের খবর অনুযায়ী, ৫৫ জন শিক্ষাকর্মী ও ৬০ জন অশিক্ষককর্মী। উল্লেখ্য, যাঁরা বহু সময় ধরে প্রতিষ্ঠানের অংশ, তাঁরাও এই ছাঁটাইয়ের তালিকার মধ্যে রয়েছেন। যাঁরা চাকরি খুইয়েছেন, তাঁরা সকলেই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধভাবে কর্মরত ছিলেন। তাঁদের ছাঁটাইয়ের কারণ হিসাবে টাটা এডুকেশনাল ট্রাস্টের ফান্ডের কমতির তথ্য তুলে ধরা হয়।
উল্লেখ্য, এই ট্রাস্ট থেকেই এই কর্মচারীদের বেতনের টাকা আসত। আর সেই ফান্ডে কমতির জেরে এমন পদক্ষেপের পথে হাঁটে প্রতিষ্ঠান। জানা গিয়েছে প্রতিষ্ঠানের মুম্বই ক্যাম্পাস থেকে ২০ জন, হায়দরাবাদ ক্যাম্পা থেকে ১৫, গুয়াহাটি থেকে ১৪ জনকে ছাঁটাই করা হয়েছে। তুলজাপুর ক্যাম্পাস থেকে প্রতিষ্ঠানের ৬ জনকে ছাঁটাই করা হয়েছে বলে খবর। টিআইএসএস ক্যাম্পাসের অবশিষ্ট শিক্ষক কর্মচারীরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বেতনের স্থায়ী অনুষদ সদস্য।
টিসের সূত্রে এক সিনিয়র অফিসার বলেন,'বেতনের জন্য টাটা এডুকেশন ট্রাস্ট থেকে অনুদান মুক্তির জন্য প্রতিষ্ঠানটি যথাসাধ্য চেষ্টা করেছিল। প্রতিষ্ঠানটি টাটা এডুকেশন ট্রাস্টের সাথে অফিসিয়াল চিঠিপত্র এবং ব্যক্তিগত বৈঠকের মাধ্যমে অনুদান মুক্তির জন্য বেশ কয়েকটি প্রচেষ্টা করেছে এবং অনুদানের মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত এখনও টাটা শিক্ষা ট্রাস্ট থেকে পাওয়া যায়নি। '