টাইটানের শেয়ার গত এক বছর ধরেই 'বেস বিল্ডিং মোডে' রয়েছে। টাটা গ্রুপের এই স্টক গত বছর জুলাই থেকে অক্টোবরের মধ্যে বেশ ভাল হারেই বেড়েছিল। তবে শেয়ারের এই ওঠানামাটা স্বল্পমেয়াদী বিনিয়োগকারীদের জন্যই বেশি গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা এতে খুব বেশি প্রভাবিত নাও হতে পারেন। কেন? কারণ গত ১৪ বছরে টাইটানের শেয়ারের দাম ৪০ টাকা থেকে বেড়ে ২,৪৭০.৫০ টাকায় দাঁড়িয়েছে। যাঁরা ২০১১ সালের পরে টাইটানের শেয়ার কিনেছিলেন, তাঁরা তো শুধুই ডিভিডেন্ডের লাভ পেয়েছেন। কিন্তু যাঁরা তার আগেই স্টক কিনেছিলেন, তাঁরা স্টক স্প্লিট এবং একটি বোনাস শেয়ার ইস্যুতেও দারুণ লাভ করেছেন। আরও পড়ুন: Best FD Rates: ফিক্সড ডিপোজিটে ৮.৫% পর্যন্ত সুদ পাবেন এই ৫ ব্যাঙ্কে, আপনি কোনটায় রাখবেন?
টাইটানের শেয়ারের হিস্ট্রি অনুযায়ী, ২০১১ সালের ২৩ জুন সংস্থা ১:১ অনুপাতে বোনাস শেয়ার ইস্যু করে। অর্থাত্ প্রতি শেয়ার পিছু একটি শেয়ার ইস্যু করা হয়।
আবার স্টক স্প্লিটের সময়ে ১:১০ অনুপাতে ভাগ হয়। ফলে আগে থেকেই যাঁরা বিনিয়োগ করে রেখেছিলেন তাঁরা দুর্দান্ত মুনাফা করেছেন। যাঁরা এই স্টক স্প্লিট ও বোনাস ইস্যু দুই সময়েই শেয়ার ধরে রেখেছেন, তাঁরা দুর্দান্ত মুনাফা করেছেন।
যদি কোনও বিনিয়োগকারী আজ থেকে প্রায় ১৪ বছর আগে এই স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে তিনি মাত্র ৪০ টাকা দরেই শেয়ারগুলি কিনতে পারতেন। সেক্ষেত্রে প্রায় ২,৫০০ শেয়ার পেয়েছিলেন সেই বিনিয়োগকারী। ১:১ বোনাস শেয়ার ইস্যুর পরে, তাঁদের শেয়ারহোল্ডিং দ্বিগুণ হয়ে প্রায় ৫,০০০ শেয়ারে পৌঁছে গিয়েছে। এই ৫,০০০ শেয়ার ১:১০ অনুপাতে স্টক স্প্লিটের পর বেড়ে ৫০,০০০ শেয়ারে দাঁড়িয়েছে।
১ লক্ষ টাকা বেড়ে ১২.৩৫ কোটি
NSE-তে টাইটানের শেয়ারের দাম এখন ২,৪৭০.৫০ টাকার স্তরে। ফলে কোনও বিনিয়োগকারী যদি টাটা গ্রুপের এই স্টকে গত ১৪ বছর ধরে বিনিয়োগ করে থাকেন, তাহলে তাঁর ১ লক্ষ টাকার শেয়ারের দাম এখন বেড়ে ১২.৩৫ কোটিতে পরিণত হওয়ার কথা।
অবশ্য কিংবদন্তী বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালার মতো কয়েকজন ছাড়া কে-ই বা ভেবেছিলেন যে টাইটানের শেয়ারে এত মুনাফা হতে পারে! টাইটানের শেয়ারের অন্যতম বিনিয়োগকারী ছিলেন প্রয়াত শেয়ার বিশারদ। আরও পড়ুন: FD Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদ বাড়াল আরও এক ব্যাঙ্ক! তাড়াতাড়ি জেনে নিন
বিঃ দ্রঃ- শেয়ার বাজার সংক্রান্ত প্রতিবেদনগুলি পর্যবেক্ষণ ও স্বাধীন বিশেষজ্ঞদের বিশ্লেষণ মাত্র। এগুলি বিনিয়োগের সুপারিশ নয়। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের আগে সমস্ত দিক অবশ্যই পর্যালোচনা করুন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup