আর মাত্র ২ মাস বাকি রয়েছে ত্রিপুরার বিধানসভা নির্বাচন। সেখানে নির্বাচনের লক্ষ্যে ইতিমধ্যেই প্রচারের ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেসও। সেই লক্ষ্যে ইবিআর ত্রিপুরায় পূর্ণাঙ্গ রাজ্য কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি ব্লক কমিটি তৈরি করা হয়েছে। কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে রাজিব বন্দ্যোপাধ্যায়কে।
তৃণমূল সূত্রের খবর, রাজ্য সভাপতি করা হয়েছে পীযূষকান্তি বিশ্বাসকে। এছাড়াও সেখানে নির্বাচন পরিচালনা সংক্রান্ত কমিটিও ঘোষণা করেছে তৃণমূল। নির্বাচন কমিটিতে থাকছেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব এবং আশিস লাল সিং। ত্রিপুরার রাজ্য কমিটিতে ১১১ জনকে রাখা হয়েছে। এরই মধ্যে বিধানসভা ভোটের লক্ষ্যে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরার আমবাসায় রাজ্য সভাপতির নেতৃত্বে একটি মিছিল করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সাংসদ সুস্মিতা দেব, প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু সাহা সহ অন্যান্যরা। তৃণমূল সূত্রের খবর, নতুন রাজ্য কমিটিতে মূলত তাদেরই ফিরিয়ে আনা হয়েছে যারা এর আগে সুবল ভৌমিক রাজ্য সভাপতি থাকার সময় বাদ গিয়েছিলেন। দলের অন্দরে যাতে দ্বন্দ্ব তৈরি না হয় সেই কারণেই এই পদক্ষেপ তৃণমূলের।
ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি পীযূষকান্তি বিশ্বাস বলেন, ‘তৃণমূলের মিছিলে যেভাবে যুবকদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং তাঁদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে বিজেপি সরকার ত্রিপুরায় আর থাকবে না। এবার বিধানসভা নির্বাচনে ত্রিপুরা থেকে বিদায় নেবে বিজেপি। তৃণমূল কংগ্রেসই সরকার গঠন করবে। আমরাই কারিগর হব। আমরা মনে করি বিজেপি সরকারের পতন হবে।’