বাংলা নিউজ > ঘরে বাইরে > হাথরাসে আক্রান্ত তৃণমূল, মমতাবালার ব্লাউজ ধরে টানার অভিযোগ, ঠেলে ফেলা হল ডেরেককে

হাথরাসে আক্রান্ত তৃণমূল, মমতাবালার ব্লাউজ ধরে টানার অভিযোগ, ঠেলে ফেলা হল ডেরেককে

পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে তৃণমূল সাংসদ ডেরেক ও’‌ব্রায়েন। ছবি সৌজন্য : টুইটার

যদিও পুলিশের দাবি, ১৪৪ ধারা অমান্য করে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করার জন্য তৃণমূল সাংসদদের বাধা দেওয়া হয়েছে।

ধর্ষিত নির্যাতিতার মৃত্যুতে পুলিশ তার দেহ পুড়িয়ে দেওয়ার পর থেকেই উত্তপ্ত হাথরাস। উত্তরপ্রদেশের হাথরাসে বুল গার্গি গ্রামে এক মাসের জন্য ১৪৪ ধারা জারি করেছে সরকার। তার মধ্যেই বৃহস্পতিবার সেখানে গিয়ে পুলিশের হাতে হেনস্থা হতে হয় কংগ্রেসের রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে। রাহুল গান্ধীকে ঠেলে ফেলে দেওয়ারও অভিযোগ উঠেছে। একই ঘটনার পুনারাবৃত্তি হল শুক্রবার সকালে। এদিন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের বাধা পায় তৃণমূলের এক প্রতিনিধি দল। সেখানেই পুলিশের বিরুদ্ধে সাংসদ ডেরেক ও’‌ব্রায়েনকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ তুলেছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

ঘটনাস্থলে দাঁড়িয়ে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘‌ডেরেককে ঠেলে ফেলা দেওয়া হয়েছে। হয়তো তিনি আঘাতও পেয়েছেন। তাঁর ওপর হামলা চালানো হয়েছে। একদন সাংসদে সঙ্গে এ কাজ কী করে করেত পারে পুলিশ!‌’‌ কাকলির প্রশ্ন, ‘‌আমরা কি নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানাতে পারি না?‌’‌ এইকসঙ্গে কাকলির অভিযোগ, ‘‌নির্যাতিতার বাবাকে ভয় দেখাচ্ছেন জেলাশাসক। তিনি তাঁকে হুমকি দিয়ে বলছেন— আজ গ্রামে সংবাদমাধ্যম রয়েছে, কাল কিন্তু চলে যাবে। পরে আমাদের সঙ্গেই থাকতে হবে।’‌

নির্যাতিতার বাড়ি থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে দাঁড়িয়ে সাংসদ ডেরেক ও’‌ব্রায়েন বলেন, ‘উত্তরপ্রদেশের এই হাল দেখে আমি বিরক্ত ও ক্ষুব্ধ। কোথাও কি ‌এভাবে সাংসদদের সঙ্গে আচরণ করা হয়?‌ কাকলি ঘোষ দস্তিদার, মমতাবালা ঠাকুরকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। তাঁরা শুধু নির্যাতিতার পরিবারকে সমবেদনা জানাতে চেয়েছিলেন। এখানকার উগ্র পুলিশ ভুল ভাবে পরিস্থিতির মোকাবিলা করছে।’‌ যদিও পুলিশের দাবি, ১৪৪ ধারা অমান্য করে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করার জন্য তৃণমূল সাংসদদের বাধা দেওয়া হয়েছে।

এদিকে, উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর। তিনি এদিন বলেন, ‘‌আমরা নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম কিন্তু সেখানে আমাদের ঢোকার অনুমতি দেওয়া হয়নি। আমরা কিছুটা জোর করে ঢুকতে চাইলে মহিলা পুলিশকর্মীরা আমাদের ব্লাউজ ধরে টানে এবং আমাদের সঙ্গে থাকা সাংসদ প্রতিমা মণ্ডলের ওপর লাঠিচার্জও করে। তিনি পড়ে গেল পুরুষ পুলিশ আধিকারিকরা তাঁকে ধরে তোলে। পুরো ঘটনাটাই খুব লজ্জাজনক।’‌

সাংসদ প্রতিমা মণ্ডলের অভিযোগ, ‘‌আমাদের বাধা দিলে আমরা উত্তরপ্রদেশের পুলিশের কাছে অনুরোধ জানাই যে অন্তত যাতে আমাদের দু’‌জন মহিলাকে যেতে দেওয়া হয়। কিন্তু সে সময় প্রেমপ্রকাশ মীনা নামে এক পুলিশ আধিকারিক আমাকে ধাক্কা দেন। এটা পরিষ্কার যে এই উত্তরপ্রদেশের সরকার বা মোদী সরকার কোনও নারী সুরক্ষা দিতে পারবে না।’‌

এদিকে, এই পুরো ঘটনাকে নাটক বলে উড়িয়ে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি এদিন কলকাতায় এক দলীয় কর্মসূচিতে দাঁড়িয়ে বলেন, ‘‌‌বাংলার গ্রামে গ্রামে মহিলাদের ধর্ষণ করা হচ্ছে, খুন করা হচ্ছে। সেখানে কিছু বলছে না। কিন্তু অসমে গিয়ে উত্তরপ্রদেশে গিয়ে নাটক করছে তৃণমূল। ভোট আসছে। বাংলার মানুষ তৃণমূলকে ঠিকই জবাব দেবে।’‌

ঘরে বাইরে খবর

Latest News

DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী? হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয় আগামিকাল কেমন কাটবে আপনার? কারা পাবেন ভালো খবর? কী বলছে ২৯ মার্চের রাশিফল রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির BJP নয়, CPMই আসলে সাম্প্রদায়িক, কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.