প্রায় দু’বছর আগে গ্রেফতার হয়েছিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। অবশেষে জামিন পেলেন তৃণমূল নেতা। তাঁর জামিনের মামলা চলছিল সুপ্রিম কোর্টে। সেই সংক্রান্ত মামলায় মঙ্গলবার অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত। তবে জামিন পেলেও এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না অনুব্রত মণ্ডল। উল্লেখ্য, বর্তমানে তিহাড় জেলে রয়েছেন তিনি।
আরও পড়ুন: ‘আমায় ফিরতে দে, তারপর যা বলার বলব’, তিহাড় জেল থেকে কড়া বার্তা দিলেন কেষ্ট
গরু পাচার মামলায় নাম জড়িয়ে ছিল অনুব্রত মণ্ডলের। সেই ঘটনার তদন্তে নেমে ২০২২ সালের অগস্টে বীরভূমের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। প্রচুর কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিবিআইয়ের একটি দল গিয়ে অনুব্রত মণ্ডলকে বাড়ি থেকে গ্রেফতার করেছিল। তা নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। গ্রেফতারের পর অনুব্রতকে প্রথমে আসানসোল জেলে রাখা হয়েছিল। পরে অনুব্রতকে পাঠানো হয় তিহাড় জেলে। তারপর থেকেই তিনি সেখানে বন্দি রয়েছেন।
অন্যদিকে, ওই মামলাতেই ২০২২ সালের নভেম্বরে অনুব্রতকে গ্রেফতার করে ইডি। এদিন অনুব্রত শুধু সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছেন তবে ইডির মামলায় এখনও জামিন পাননি। সেই কারণে এখনই জেল মুক্তি হচ্ছে অনুব্রত মণ্ডলের। সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে সিবিআইয়ের মামলায় জামিনের আবেদন জানান অনুব্রত মণ্ডল। তাঁর আইনজীবীর যুক্তি ছিল, একই মামলায় অভিযুক্ত থাকা সত্ত্বেও অন্যান্যরা জামিন পাচ্ছেন। কিন্তু বারবার অনুরোধ করেও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটকে রাখা হচ্ছে তাঁর মক্কেলকে। যদিও সিবিআইয়ের তরফে আইনজীবী জামিনের বিরোধিতা করেন। তাঁর বক্তব্য, জামিন পেলেই সাক্ষ্য প্রমাণ নষ্ট করতে পারেন তৃণমূল নেতা। এর আগে বেশ কয়েকবার অনুব্রতর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তবে মঙ্গলবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জমিন মঞ্জুর করে।
গরু পাচার মামলায় অর্থ তছরুপের অভিযোগ থাকায় ইডি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে অনুব্রতকে গ্রেফতার করেছিল। সেই সংক্রান্ত মামলাতেও জামিনের আবেদন জানিয়েছেন অনুব্রত মণ্ডল। তবে এই মামলাটি এখন দিল্লি হাইকোর্টে রয়েছে। দ্রুতই সেই মামলার শুনানি হবে। অর্থাৎ যতদিন না ইডির মামলায় জামিন পাচ্ছেন ততদিন জেল থেকে বের হচ্ছে না অনুব্রত মণ্ডল। তৃণমূল নেতাদের বক্তব্য, অনুব্রত মণ্ডলের মামলাতে জামিন পেয়ে যাবেন। তারপরে জেলা জুড়ে সংবর্ধনার আয়োজন করা হবে।