এই শতাব্দীতে দিল্লি বিধানসভা নির্বাচনে একবারও জিততে পারেনি বিজেপি। অপরদিকে টানা ১৫ বছর দিল্লির গদিতে থাকা কংগ্রেস যেন অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে রাজধানীর স্থানীয় রাজনীতিতে। এই আবহে দিল্লির লড়াইটা কার্যত আম আদমি পার্টি বাম বিজেপির হয়ে দাঁড়িয়েছে। সেই লড়াইতে বিজেপি এবার বাজিমাত করতে পারে বলে আভাস দিয়েছিল অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা। সেই সমীক্ষার পূর্বাভাসগুলি শেষ পর্যন্ত মিলে যায় কি না, তা জানতে অপেক্ষা করতে হবে আর কিছুক্ষণ। তবে গতকাল গভীর রাতেই আম আদমি পার্টির হয়ে অঙ্ক কষতে বসেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্য। কোন সমীকরণে দিল্লিতে ফের ঝাড়ু ঝড় উঠতে পারে, সেই হিসেব তুলে ধরলেন দেবাংশু। (আরও পড়ুন: Delhi Vote Result LIVE: ফের উঠবে AAP-র ঝাড়ু ঝড়, নাকি দিল্লিতে এবার ফুটবে পদ্ম?)
আরও পড়ুন: মাকে দেখতে ভিসা না পেয়ে কনস্যুলেটে 'অনুপ্রবেশ' ভারতীয়-আমেরিকান বামপন্থী নেত্রীর
দিল্লির ভোট সমীকরণ নিয়ে দেবাংশু নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, '২০২৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে মহিলারা পুরুষদের তুলনায় সামান্য বেশি ভোট দিয়েছেন। মহিলাদের ভোটের হার - ৬০.৯২ শতাংশ এবং পুরুষদের ভোটের হার ৬০.২১ শতাংশ। আমরা যদি দশমিকের স্থানগুলি ছেড়ে দিই, তাহলে পুরুষ এবং মহিলারা প্রায় সমান হারে ভোটদান করেছেন। তাহলে মহিলাদের সিংহভাগ ভোট আম আদমি পার্টির পাওয়া উচিত। এদিকে পুরুষদের ভোটের ৪০ শতাংশের বেশি আম আদমি পার্টি পাবে না। তবে যদি মহিলাদের ভোটের ৫৫ শতাংশের বেশি আম আদমি পার্টি পায়, তাহলে তাদের ভোটের হার গিয়ে দাঁড়াবে (৫৫+৪০)/২ = ৪৭.৫০ শতাংশ। এই ভোটের হারে দিল্লিতে সরকার গঠন করা উচিত আম আদমি পার্টির। তাই আম আদমি পার্টির নেতারা যেন শুধু এটারই প্রার্থনা করেন, মহিলারা যাতে তাঁদের ছেলে না যান। নয়ত, দিল্লির ভবিষ্যতের জন্যে বাজে সময় আসতে চলেছে।' (আরও পড়ুন: 'শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস করবেন না', বাংলাদেশিদের বার্তা ইউনুসের)
আরও পড়ুন: হাসিনার মন্ত্রীর বাড়িতে হামলা চালানো 'বিপ্লবীদের' মারধর স্থানীয়দের, জখম ১৫
আরও পড়ুন: 'জবাবি শুল্ক' আরোপের ঘোষণা ট্রাম্পের, প্রভাব পড়বে ভারতের ওপরও? জোর জল্পনা
উল্লেখ্য, বাংলাতেও এর আগে মহিলা ভোটের ওপর ভর করেই ক্ষমতা ধরে রাখার ছক কষে সফল হয়েছে তৃণমূল কংগ্রেস। তবে শুধু বাংলায় নয়, সাম্প্রতিককালে মহারাষ্ট্র থেকে শুরু করে ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশেও একই 'ফর্মুলা' কাজে লেগেছিল। এদিকে দিল্লির ভোটেও মহিলাদের মন জয় করতে উঠে পড়ে লেগেছিল সবকটি দল। লক্ষ্মীর ভাণ্ডারের মতো সামাজিক প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছে সব পক্ষই। এই আবহে দেখা গিয়েছে, সরকারে থাকা দলের 'প্রতিশ্রুতির' ওপরে বেশি 'ভরসা' করেন মহিলা ভোটাররা। অন্তত ভোটবাক্সে তেমনটাই প্রতিফলিত হয়ে এসেছে বিগত দিনগুলিতে। তবে দিল্লিতেও সেই একই অঙ্ক কাজে লাগবে কি না, তা জানতে আর কিছুক্ষণের অপেক্ষা।