হাতে আর বেশি সময় নেই। আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়া বিধানসভা নির্বাচন। ঠিক তার প্রাক্কালে প্রার্থীপদ থেকে সরে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। আজ, শুক্রবার ফেলেইরো জানান, ফাতোরদা বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রার্থী হচ্ছেন না। তাঁর পরিবর্তে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবেন একজন মহিলা।
এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলেন তিনি? সংবাদসংস্থা এএনআই–কে তিনি বলেন, ‘আমি গোয়ার ফাতোরদা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীপদ প্রত্যাহার করছি। আমার পরিবর্তে একজন মহিলা সেখানে প্রার্থী হবেন। তিনি একজন পেশাদার। আমাদের দলের নীতি, মহিলাদের ক্ষমতায়ন।’
সম্প্রতি বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছেন গোয়া রাজ্যে। এবার লুইজিনহো ফেলেইরো প্রা্থীপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় ভোটে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। গত সেপ্টেম্বর মাসে কংগ্রেসের বিধায়ক পদ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন ফেলেইরো। তাঁকে দলের সর্বভারতীয় সহ–সভাপতি করা হয়। এমনকী রাজ্যসভার সাংসদও হন। ফাতোরদা কেন্দ্রে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস।
উল্লেখ্য, এই সপ্তাহেই ফেলেইরোর নেতৃত্বে গোয়া তৃণমূল কংগ্রেসের ১২ সদস্যের ইস্তাহার কমিটি গঠন করা হয়েছে। দলের তরফ থেকে তাঁকে সরে দাঁড়াতে বলা হয়েছে কিনা তা তিনি স্পষ্ট করেননি। কোন সমীকরণে এই সিদ্ধান্ত তা জানতে উৎসুক রাজনৈতিক বিশেষজ্ঞরা। ফাতোরদার অদূরে নভেলিন বিধানসভা কেন্দ্রে ১৯৮০ থেকে ২০১৭ পর্যন্ত মোট সাতবার জিতেছেন লুইজিনহো ফেলেইরো।