বাংলা নিউজ > ঘরে বাইরে > সংসদে নেতৃত্বের পদে বদল আনছে তৃণমূল কংগ্রেস, মিশন ২০২৪ পাখির চোখ

সংসদে নেতৃত্বের পদে বদল আনছে তৃণমূল কংগ্রেস, মিশন ২০২৪ পাখির চোখ

মমতা বন্দ্যোপাধ্যায়, (ছবি সৌজন্য এএনআই)

সূত্রের খবর, এই দুটি পদের যে কোনও একটি ছেড়ে দিতে হবে সুদীপকে। সেই জায়গায় আসতে চলেছেন প্রবীণ নেতা সৌগত রায়।

এবার সংসদে তৃণমূল কংগ্রেসের দলনেতা পরিবর্তন হতে চলেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই এই পরিবর্তন করা হচ্ছে। ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো দলে ‘‌এক ব্যক্তি এক পদ’‌ নীতি চালু করেছেন। তার জেরে লোকসভা এবং রাজ্যসভায় শীঘ্রই এই নীতি চালু করা হবে। এখন লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি অবশ্য খাদ্য, গণবণ্টন এবং উপভোক্তা বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান পদেও রয়েছেন। সূত্রের খবর, এই দুটি পদের যে কোনও একটি ছেড়ে দিতে হবে সুদীপকে। সেই জায়গায় আসতে চলেছেন প্রবীণ নেতা সৌগত রায়। একইসঙ্গে লোকসভা–রাজ্যসভায় দলের নেতা, উপনেতা এবং মুখ্য সচেতক পদে পরিবর্তন আনতে চলেছে তৃণমূল কংগ্রেস।

কংগ্রেসও লোকসভায় বিরোধী দলনেতা পদ থেকে মমতা বিরোধী মুখ অধীররঞ্জন চৌধুরীকে সরিয়ে দিচ্ছে। সেই জায়গায় আসতে চলেছেন ওয়াইনাড়ের সাংসদ রাহুল গান্ধী। সোনিয়া তনয়ের সঙ্গে তৃণমূল কংগ্রেস নেতাদের সখ্যতা আছে। ফলে বিরোধী ঐক্য গড়ে উঠবে লোকসভায়। যার ফলে ব্যাকফুটে যেতে পারে খোদ নরেন্দ্র মোদীর দল। এখন জাতীয় রাজনীতিতে বিরোধী মুখ হয়ে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী। একুশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাঁর নেতৃত্বে লড়াই করে সাফল্য পেয়েছে। সেখানে সংসদের ভেতরে–বাইরে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস একজোট হলে আরও বড় সাফল্য আসবে বলে মনে করছেন রাজনৈতিক কুশীলবরা।

আগামী ১৯ জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগেই তৃণমূল কংগ্রেস পরিবর্তন ঘোষণা করতে পারে। এই সিদ্ধান্তের কথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলকে জানিয়েছেন বলে সূত্রের খবর। দীর্ঘদিন ধরে সৌগত রায় লোকসভায় পেছনের আসনে বসেন। সামনের আসনে উঠে এসেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা।

গুরুত্ব পেয়েছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। এবার লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সুদীপ বন্দ্যোপাধ্যায় দুটি পদের একটি পদ হারালেও পদোন্নতি হতে পারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তিনি এখন দলের মুখ্য সচেতক। সেক্ষেত্রে তাঁকে উপনেতা করা হতে পারে। মুখ্য সচেতক পদে আনা হতে পারে বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। রাজ্য মন্ত্রিসভায় বেশ কয়েকজন মন্ত্রী রয়েছেন যাদের একাধারে মন্ত্রিত্ব এবং জেলা সভাপতির পদ–সহ অন্যান্য পদ সামলাতে হচ্ছে। তাঁদেরকে একটি পদ ছেড়ে দিতে হবে।

ঘরে বাইরে খবর

Latest News

‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.