লোকসভার স্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেস যে সিদ্ধান্ত নিয়েছে সেটা তাদের একার সিদ্ধান্ত। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা কোনওরকম আলোচনা করেনি বলে সাফ জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার সাংসদ পদে শপথ গ্রহণের জন্য লোকসভায় আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এসব কাটিয়েই চিকিৎসার জন্য বিদেশে রওনা হবেন তিনি। তার আগে এদিন লোকসভার ট্রেজারি বেঞ্চে রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আলোচনা ফ্রেম বন্দি হয়েছে।
এদিকে লোকসভার স্পিকার নির্বাচন নিয়ে আজ সকাল থেকে সংসদ সরগরম। এনডিএ জোট স্পিকার পদে বিজেপি সাংসদ ওম বিড়লার নাম প্রস্তাব করেছে। কংগ্রেস তাতে প্রথমে সম্মতি দেয়। তবে তার সঙ্গে চেয়েছিল ডেপুটি স্পিকার পদটি কংগ্রেসকে ছেড়ে দেওয়া হোক। যেহেতু সংসদীয় রাজনীতিতে বিরোধীদের ডেপুটি স্পিকারের পদ ছেড়ে দেওয়া একদা রেওয়াজ ছিল। সেটা অবশ্য মানতে নারাজ কেন্দ্রীয় সরকার। তাই স্পিকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেয় কংগ্রেস। এই নিয়ে তৃণমূল কংগ্রেস অত্যন্ত খাপ্পা। ইন্ডিয়া জোটে থেকে একতরফা সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেস মেনে নিতে নারাজ।
এমন পরিস্থিতিতে কংগ্রেসকে তৃণমূল সমর্থন করবে কিনা তা নিয়ে বড় প্রশ্ন দেখা দেয়। তবে আজ রাহুল–অভিষেকের আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, আজ সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সংসদীয় দলের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে আজ সংসদ চত্বরে দাঁড়িয়ে অভিষেক সাংবাদিকদের বলেন, ‘কংগ্রেসের পক্ষ থেকে সাংসদ কে সুরেশকে স্পিকার পদের মনোনয়ন দেওয়া হয়েছে। বিরোধী জোটের সমস্ত শরিকদের সঙ্গে কথা না বলেই তা করা হয়েছে। এই বিষয়ে আমাদের সঙ্গে কোনও আলোচনা হয়নি। এটা দুর্ভাগ্যজনক। কিন্তু বলতে বাধ্য হচ্ছি এই সিদ্ধান্ত একতরফাভাবে নেওয়া হয়েছে।’
আরও পড়ুন: ব্রিটানিয়া কোম্পানি বাংলা থেকে যাচ্ছে না, বিজেপিকে তুলোধনা করে বড় তথ্য দিলেন সাগরিকা
তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, এবার সংসদে কক্ষ সমন্বয়ের বিষয়ে রাহুল–অভিষেক কথা হয়েছে। সংসদে এবার বিরোধী দলনেতার পদ পাবে কংগ্রেস। তাই কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে প্রস্তাব করা হয়েছে, রাহুল ওই দায়িত্ব গ্রহণ করুক। রাহুল ওই দায়িত্ব নিক বা না নিক সংসদে বিরোধীদের মধ্যে কক্ষ সমন্বয়ে তাঁর যে এবার ভূমিকা থাকবে সেটা একেবারে স্পষ্ট। লোকসভা স্পিকার মনোনয়ন নিয়ে সংসদে শুরু হয় এনডিএ বনাম ইন্ডিয়ার তুমুল তর্কাতর্কি। এনডিএ’র দাবি লোকসভা স্পিকার নির্বাচন নিয়ে অযথা রাজনীতি করছে কংগ্রেস ও বিরোধী জোট ইন্ডিয়া। পাল্টা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বক্তব্য, ‘এনডিএ’র মনোনীত স্পিকারকে সমর্থন করতে রাজি। শুধু শর্তটি মানতে হবে।’