বাংলা নিউজ > ঘরে বাইরে > Abhishek Banerjee: মেঘালয়ে ইস্তেহার প্রকাশ করলেন অভিষেক, কী অঙ্গীকার রয়েছে সেখানে?‌

Abhishek Banerjee: মেঘালয়ে ইস্তেহার প্রকাশ করলেন অভিষেক, কী অঙ্গীকার রয়েছে সেখানে?‌

অভিষেক বন্দ্যোপাধ্যায়। (নিজস্ব চিত্র)

অভিষেকের সঙ্গে আজ ইস্তাহার প্রকাশের কর্মসূচিতে ছিলেন মেঘালয়ের বিরোধী দলনেতা মুকুল সাংমা, মেঘালয় তৃণমূল সভাপতি চালর্স, মেঘালয় তৃণমূল কংগ্রেসের সহ–সভাপতি জর্জ লিংডো, চালর্স লিংডো, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন এবং মেঘালয় তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক তথা বাংলার মন্ত্রী মানস ভুঁইয়া।

আজ, মঙ্গলবার মেঘালয়ে বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শিলং থেকে ইস্তেহার প্রকাশ করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ইস্তেহারে মেঘালয়ে ক্ষমতায় এলে তৃণমূল কেমন সরকার চালাবে, তার একটা রূপরেখা তুলে ধরা হল। যদিও এই ইস্তেহারের ছত্রে ছত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাপ রয়েছে বলে মনে করা হচ্ছে। যেভাবে তিনি বাংলার মানুষের পাশে আছেন এখানেও সেসব তুলে ধরা হয়েছে।

ঠিক কী বলেছেন অভিষেক?‌ আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ে বিধানসভা নির্বাচন। এখানে মেঘালয়ের ৬০টি আসনের মধ্যে ৫২টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর এদিন ইস্তেহার নিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘‌এগুলি কোনও প্রতিশ্রুতি নয়, প্রতিজ্ঞা। যখন কোনও অঙ্গীকার নেওয়া হয়, তখন শেষ রক্তবিন্দু পর্যন্ত তা রাখার চেষ্টা করব। প্রত্যেকের স্বাধীনতা রক্ষা করা হবে। মানুষের অধিকার রক্ষা করার অঙ্গীকার নিয়েছে তৃণমূল কংগ্রেস। এই ইস্তেহার একটি ভিশন। বিশ্বকে আমরা দেখাব মেঘালয়ের মানুষ কী করতে পারেন।’‌ অভিষেকের সঙ্গে আজ ইস্তাহার প্রকাশের কর্মসূচিতে ছিলেন মেঘালয়ের বিরোধী দলনেতা মুকুল সাংমা, মেঘালয় তৃণমূল কংগ্রেসের সভাপতি চালর্স, মেঘালয় তৃণমূল কংগ্রেসের সহ–সভাপতি জর্জ লিংডো, চালর্স লিংডো, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন এবং মেঘালয় তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক তথা বাংলার মন্ত্রী মানস ভুঁইয়া।

কী আছে এই ইস্তেহারে?‌ অভিষেকের কথা অনুযায়ী, মেঘালয়ে ক্ষমতায় এলে বাংলার মতোই এই রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০০ টাকা করে মাসে দেবে তৃণমূল সরকার। এখানে ১০টি বিষয়কে সামনে রেখে জানানো হয়েছে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে খাসো ও গারো ভাষাকে স্বীকৃতি দেবে। তাঁর কথায়, ‘আমাদের সরকার ক্ষমতায় এলে মেঘালয়ের মানুষকে উপেক্ষা করে কোনও সিদ্ধান্ত নেবে না। প্রত্যেক মানুষের কাছে আমরা কৈফিয়ত দিতে বাধ্য থাকব।’‌ একইসঙ্গে এখনকার শাসককে আক্রমণ করে বলেন, ‘‌তৃণমূল যখন প্রথম মেঘালয়ে পা রাখে, আমাদের বহিরাগতের তকমা দেওয়া হয়েছিল। আমি গর্বের সঙ্গে বলতে পারি, নির্বাচন ঘোষণার পর আমরাই প্রথম রাজনৈতিক দল হিসেবে ইস্তেহার প্রকাশ করছি। আর যাঁরা আমাদের বহিরাগত তকমা দিয়েছিলেন, তাঁরা এখনও পর্যন্ত কিছু করতে পারেনি। মুকুল সাংমা বা চার্লস পিনগ্রোপ বহিরাগত! আমি বিজেপির কাছে জানতে চাই, তাদের কি সৎ সাহস আছে? তাঁদের কোনও জাতীয় নেতা এসে মেঘালয়ে বলতে পারবেন যে, দিল্লি বা গুয়াহাটি থেকে মেঘালয় শাসন করা হবে না। গারো এবং খাসির মানুষই এই রাজ্য পরিচালনা করবেন! বলতে পারবে না।’‌

আর মেঘের রাজ্যে কী করা হবে?‌ এদিন ইস্তেহারে সেই ভিশন তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তিনি বলেন, ‘আমি বলে যাচ্ছি, তৃণমূল ক্ষমতায় এলে এখানে সরকার চালাবে মেঘালয়ের মানুষ, আমরা না। এখানে উন্নয়নের অনেক খামতি রয়েছে। এখানে ১০ অঙ্গীকার তৈরি হয়েছে। দরিদ্রমুক্ত মেঘালয় গঠন, ডবল ডিজিটের অর্থনৈতিক উন্নয়ন। নতুন এবং উজ্জ্বল ভবিষ্যৎ। ক্ষুদ্র, মাঝারি এবং কুটির শিল্পে চার হাজার নতুন কর্মসংস্থান, বৈজ্ঞানিক এবং স্থায়ী খনি সংস্করণ, পাঁচ বছরের মধ্যে ৩ লাখ নতুন কর্মসংস্থান, দ্বাদশ শ্রেণি থেকে কলেজ-ছাত্রছাত্রীদের জন্য ১০ লক্ষ ল্যাপটপ দেওয়া হবে। নতুন করে ‘মেঘালয় মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন’, জল, বিদ্যুৎ, পর্যটন ঢেলে সাজানো হবে।’‌ মোট ৬৪ পাতার ওই ‘অঙ্গীকারপত্র’ ছুঁয়ে গিয়েছে মেঘালয়ের প্রতিটি বিষয়কে।

পরবর্তী খবর

Latest News

আগামিকাল রবিবার কি আরাম করে কাটাবেন? নাকি চাপ থাকবে? জানুন ১৬ ফেব্রুয়ারির রাশিফল ‘সন্তান-পরিবার এগুলোয় বিশ্বাস…’! অন্তঃসত্ত্বা পিয়া,বাবা হওয়া নিয়ে কী বলল পরমব্রত ছাব্বিশের ভোটের আগে তফসিলিদের নিশানা করা হচ্ছে, দুর্নীতিতে জড়িয়ে জবাব শ্যামলের মিনি ডার্বি দলের কাছে মর্যাদার লড়াই- সুপার সিক্সের আশা আলু ক্ষেতে ঢুকে পড়ল বুনো হাতি, মারাত্মক জখম হলেন দুই কৃষক, ঘটনাস্থলে বন দফতর স্ত্রীর নাম লক্ষ্মী! প্রেম দিবসে বউকে কোটি টাকার উপহার দোকানের কর্মচারীর আইয়ুবের চোট, স্পিনারের অভাব! বাবর-শাহিনদের অফ ফর্মের পরেও কি ফেভারিট পাকিস্তান? পুরো বিদ্যুৎ দেব, কিন্তু ডিসকাউন্ট চেয়ে হাত পাতবেন না, বাংলাদেশকে বার্তা আদানির তথাগতর জীবনে প্রেমের আলো! হয়নি ডিভোর্স,প্রেমিকাকে আগলে ছবি দিলেন, ১ম বউকে চেনেন? একমাসের বেতন অস্মিকার জন্য, রাজনীতি ভুলে হাতে হাত রাখলেন বৈদ্যবাটির কাউন্সিলররা

IPL 2025 News in Bangla

Hundred-এ IPL-র মালিকরা! ভারতীয় ক্রিকেটাররা অন্য লিগ খেলবে? কী হবে পাক তারকাদের? কোহলিই ছিলেন নেতৃত্বের বিকল্প: পন্ত-শ্রেয়স-রাহুলকে কেন কেনেনি RCB? সামনে এল কারণ জিও, স্টার মেলায় কপাল পুড়ল ক্রিকেট ভক্তদের, গ্যাঁটের কড়ি খরচ করে দেখতে হবে IPL চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দল পাবে IPL চ্যাম্পিয়নদের সমান অর্থ, প্রাইজ মানি জানাল ICC অধিনায়কত্ব প্রত্যাখ্যান করে কি পতিদারের নাম প্রস্তাব করেছিলেন কোহলি? রিপোর্ট- প্রকাশ্যে IPL 2025-এর সূচি,প্রথম ম্যাচেই নামছে KKR, প্রতিপক্ষ কে জানেন? কোহলির থেকে শিখতে পারব… নতুন ভূমিকায় আত্মবিশ্বাসী পতিদার IPL 2025: RR স্পিনিং রত্নদের উজ্জ্বল করতে যুক্ত হলেন দ্রাবিড়ের প্রাক্তন সতীর্থ এটি বড় দায়িত্ব… রজত অধিনায়ক হওয়ার পর মুখ খুললেন কোহলি RCB Captain Announced: ফিরলেন না কোহলি, আইপিএলে আরসিবিকে নেতৃত্ব দেবেন পতিদার

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.