বাংলা নিউজ > ঘরে বাইরে > সংসদে দাঁড়িয়ে ঝোড়ো ব্যাটিং করলেন বহরমপুরের সাংসদ, পাট চাষিদের সমস্যায় সরব পাঠান

সংসদে দাঁড়িয়ে ঝোড়ো ব্যাটিং করলেন বহরমপুরের সাংসদ, পাট চাষিদের সমস্যায় সরব পাঠান

সাংসদ ইউসুফ পাঠান। (PTI)

গ্রামবাংলায় খুচরো বাজারে কুইন্টাল পিছু ৪৫০০ টাকা দামে পাট বিক্রি হচ্ছে। কৃষকদের অভিযোগ, এই দামে পাট বিক্রি করে আখেরে ক্ষতি হচ্ছে। পাট চাষিদের সমস্যা নিয়ে সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন বহরমপুরের সাংসদ ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা ইউসুফ পাঠান। দীর্ঘদিন এই সমস্যা রয়ে গিয়েছে।

এই রাজ্যে পাট চাষ হলেও কেন্দ্রীয় সরকারের নীতির ফলে মার খাচ্ছেন পাট চাষিরা বলে অভিযোগ। নদিয়া–মুর্শিদাবাদ জেলায় এই পাট চাষ হয়ে থাকে। কিন্তু এই পাটের দাম খুবই কম পাচ্ছেন কৃষকরা বলে অভিযোগ। এই কারণে গত কয়েক বছরে পাট চাষিরা বিপাকে পড়েছেন। আর্থিক টানাটানির মধ্যে এবার আবার বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছে। তাই বেশিরভাগ চাষি পুকুরে জলসেচ দিয়ে পাট জাঁক দিচ্ছেন। আর সেই পাট বিক্রি করতে গিয়ে দাম মিলছে না বলে অভিযোগ। আর এবার এই বিষয়টি নিয়ে সংসদে সোচ্চার হলেন বহরমপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ ইউসুফ পাঠান।

এখন গ্রামবাংলায় খুচরো বাজারে কুইন্টাল পিছু ৪৫০০ টাকা দামে পাট বিক্রি হচ্ছে। কৃষকদের অভিযোগ, এই দামে পাট বিক্রি করে আখেরে ক্ষতি হচ্ছে। এবার পাট চাষিদের সমস্যা নিয়ে সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন বহরমপুরের সাংসদ তথা ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা ইউসুফ পাঠান। বুধবার সংসদে পাট চাষের সমস্যার কথা তুলে ধরে পাটচাষি ও শ্রমিকদের দিকে নজর দেওয়ার দাবি করেছেন পাঠান। তৃণমূল কংগ্রেস সাংসদ বাংলার পাটচাষিদের কথা সংসদে তুলে ধরেছেন বলে খুশি মুর্শিদাবাদের চাষিরা।

আরও পড়ুন:‌ ‘‌আইনশৃঙ্খলা রক্ষা করা আমাদের প্রথম কাজ’‌, ঢাকায় পা রেখে আবেগপ্রবণ বার্তা ইউনুসের

দীর্ঘদিন ধরে এই সমস্যা রয়েই গিয়েছে। আর তা নিয়ে বুধবার ইউসুফ পাঠান সংসদে বলেছেন, ‘পশ্চিমবঙ্গের পাট চাষের সমস্যার বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলিতে পাট চাষ হয়। এই পাট চাষের সঙ্গে হাজার হাজার পরিবারের জীবন–জীবিকা জড়িত। যদিও পাট চাষ নিয়ে এখন নানা সমস্যা তৈরি হয়েছে। প্লাস্টিক ব্যাগের ব্যবহার বেড়ে যাওয়ায় জুটমিল বন্ধ হয়েছে। পাটের দাম কম পাচ্ছেন কৃষকরা। কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি পাট চাষ এবং জুটমিল বন্ধ হওয়া ঠেকাতে নজর দিতে হবে। কৃষকদের পাট চাষে উৎসাহ দেওয়া হোক। পাটের ন্যায্য দাম যাতে কৃষকেরা পান এবং পাট শ্রমিকদের মজুরি বাড়াতে সরকারকে উদ্যোগ নিতে হবে।’

এই ঘটনার কথা বহরমপুর–সহ অন্যান্য জেলায় ছড়িয়ে পড়েছে। বৈদ্যুতিন মাধ্যমে তা দেখেছেন বেশ কয়েকজন কৃষক। তাঁদের বক্তব্য, ‘গতবার পাটের দাম ভাল মেলেনি। দাম বাড়বে এই আশায় এবারও পাট চাষ করেছি। বৃষ্টি কম হওয়ায় খুব কষ্ট হয়েছে পাট চাষ করতে। অথচ এত কষ্টের পরও এবার পাটের দাম মিলল না। নতুন পাট এখন উঠছে। অথচ সেই পাট কুইন্টাল পিছু পাঁচ হাজার টাকার নীচে আছে। কুইন্টাল পিছু ৭০০০ টাকা হলেও কিছুটা লাভের মুখ দেখা যায়। তাই আমরা চাই সরকার এই বিষয়ে নজর দিক। সংসদে আমাদের সাংসদ বিষয়টি তোলায় আমরা খুব খুশি।’‌

পরবর্তী খবর

Latest News

আগামিকাল চন্দ্রগ্রহণের দিনটি কেমন কাটবে? লাকি কারা! রইল ১৮ সেপ্টেম্বরের রাশিফল ৫-০ ব্যবধানে জিতব, দু'বার হেরেও লজ্জা নেই লিয়নের অঝোরে কাঁদছেন অরিজিতের মহিলা ভক্ত! মঞ্চ থেকে কী এমন করলেন গায়ক? ভাইরাল ভিডিয়ো পুজোয় একটু নিরিবিলি দরকার? নাগালের মধ্যেই খুলছে নতুন ট্রেকিং রুট ধর্ষণ নাকি গণধর্ষণ? RG কর কাণ্ড নিয়ে আদালতে মুখ খুলল CBI, ‘যা প্রমাণ মিলেছে…’ বিচারপতির 'কন্ট্রাকচুয়াল কর্মী' কথার সঙ্গে সঞ্জয় রায়কে জুড়ে কী ইঙ্গিত দেবাংশুর? টালা থানার ওসিকে সিবিআইয়ের গ্রেফতার কি ত্রুটিপূর্ণ? কলকাতা পুলিশের অন্দরে চর্চা আদরের বুঁচকি আর নেই, মন খারাপ করে কী লিখলেন ঋতাভরী? ৯ বছর একসঙ্গে পথ চলার ইতি, চক্রবর্তী বাড়িতে শোকের আবহ, মন খারাপের পোস্ট ঋতাভরী জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থল যেন অন্নপূর্ণার ভাণ্ডার, এত খাবার পাঠাচ্ছেন কারা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.