বাংলা নিউজ > ঘরে বাইরে > হিন্দির বদলে সংসদে উঠল বাংলা-তামিল স্লোগান, ছক কষে 'খেলা হবে'-র ঝড় তুলল তৃণমূল

হিন্দির বদলে সংসদে উঠল বাংলা-তামিল স্লোগান, ছক কষে 'খেলা হবে'-র ঝড় তুলল তৃণমূল

লোক সভা (ছবি সৌজন্যে এএনআই)

লোকসভায় বাংলায় উঠল ‘খেলা হবে’ স্লোগান, আর রাজ্যসভায় আলোচনা চেয়ে তামিলে উঠল 'ভিভাদম ভেন্দুম' স্লোগান।

দিল্লি পৌঁছেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর দিল্লি সফরের দিনই সংসদে 'খেলা হবে' স্লোগানের ঝড় তুললেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। আর এদিকে তামিল ভাষায় 'ভিভাদম ভেন্দুম' (বিতর্ক/আলোচনা চাই) স্লোগান তুলে সংসদে বিরোধীদের ঐক্যবদ্ধ করলেন কংগ্রেস সাংসদরা। দক্ষিণী ভাষায় স্লোগান তুলে রাজ্যসভায় বিরোধীদের এদিন ঐক্যবদ্ধ করেন পঞ্জাবের সাংসদ জসবির সিং গিল।

জানা গিয়েছে এদিন পঞ্জাবের কংগ্রেস সাংসদ স্লোগান তুলতে শুরু করেন। সাধারণত সংসদে হিন্দি বা ইংরেজিতে স্লোগান উঠতে দেখা যায়। তবে এদিন সংসদে বাংলা ও তামিল স্লোগানে বিদ্ধ হয় বিজেপি। কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ এই বিষয়ে বলেন, 'সাধারণত সংসদে হিন্দি বা ইংরেজিতেই স্লোগান তোলা হয়। তবে সম্ভবত প্রথমবার রাজ্যসভায় তামিল ভাষায় সব বিরোধীরা স্লোগান তুললেন। বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে 'ভেন্দুম। ভিভাদম ভেন্দুম।' - আমরা চাই, আমরা আলোচনা চাই। আজ এই স্লোগান তখন ওঠে যখন বিনা আলোচনায় সরকার বিল পাশ করাচ্ছিল।'

এদিকে এদিন লোকসভয়া 'খেলা হবে'-র মাধ্যমে ঝড় তোলে তৃণমূল কংগ্রেস। পরিকল্পনা করেই সংসদে এই স্লোগান তোলেন ঘাসফুল শিবিরের সাংসদরা। রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও'ব্রায়েন টুইট করে জানিয়েছিলেন যে সংসদে তাঁর দল 'খেলা হবে' স্লোগান তুলবে। এদিকে তৃণমূলের এই খেলা হবে স্লোগানের বিরোধিতায় সরব হয়েছে বিজেপি। তাঁদের দাবি, 'খেলা হবে'-এর মাধ্যমে সাপ্রদায়িকতা ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস।

এই বিষয়ে সংবাদমাধ্যমকে মেদিনীপুরের সাংসদ তথা পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'আমরা বুঝতে পারছি যে খেলা হবে বলে তৃণমূল ঠিক কী করার চেষ্টা করা করছে। ভোটের পর পশ্চিমবঙ্গে প্রায় ১ লাখ লোককে ঘরছাড়া হতে হয়েছিল, বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। এটাই খেলা হবের উদাহরণ। গোটা দেশের মানুষ এটা নিয়ে আশঙ্কায় ভুগছে। আর খেলা হবে দিবস হিসেবে যে দিনটি ঘোষণা করা হয়েছে, তা ইতিহাসের একটা কলঙ্কময় দিন। ওই দিনটিকে সবাই গ্রেট ক্যালকাটা কিলিংসের জন্যে জানেন। এটা আসলে পশ্চিম বাংলাদেশ তৈরি করার চক্রান্ত চলছে।'

ঘরে বাইরে খবর

Latest News

প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.